গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন। অন্য ৫৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ হাজার ১০১ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮১ জন। এর মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৩৩ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৫২ জন।
এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে বিভিন্ন অংকের আর্থিক জরিমানা করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, মঙ্গলবার ডিএসসিসির ছয়টি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় ১৫৩টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে ছয় ভবনমালিককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ফিচার বিজ্ঞাপন
কলম্বো ও ক্যান্ডি ৪দিন ৩ রাত
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
বাংকক-ফুকেট-ক্রাবি ৭দিন ৬ রাত
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অভিযান চালিয়ে তিন ভবন মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)১৭৭ বার পড়া হয়েছে