এই ঈদে বেশি লাভে কেনাকাটা করতে পারলে ভালোইতো হয়, তাই না? আপনাদের জন্যই নগদ নিয়ে এসেছে অনলাইন কেনাকাটায় দারুণ ডিসকাউন্ট। এখন নির্দিষ্ট অনলাইন শপ থেকে পছন্দের প্রোডাক্ট কিনুন আর aamarPay-এর মাধ্যমে নগদ-এ পেমেন্ট করে উপভোগ করুন ১০% পর্যন্ত ডিসকাউন্ট। ঘরে বসেই কেনাকাটা শুরু করে দিন এখনই।
অফারের বিস্তারিত:
১। ৩টি মার্চেন্টের ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করে ‘aamarPay’ (আমারপে) পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ-এ বিল দিলেই, সর্বোচ্চ ১০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন নিচের তালিকা অনুযায়ী-
ক্র. নং | মার্চেন্টের নাম | ইউ আর এল | বিল পরিশোধের মাধ্যম | ডিসকাউন্ট % | ডিসকাউন্ট লিমিট | সর্বনিম্ন ক্রয়মূল্য(টাকা) | মেয়াদ | |
শুরু | শেষ | |||||||
১ | amassbd | amassbd.com | aamarPay Aggregator | ১০% | লিমিট নেই | ২৫,০০০ | ১৩ জুলাই, ২০২১ | ১২আগস্ট, ২০২১ |
২ | nittoo | offers.nittoo.com.bd | aamarPay Aggregator | ১০% | লিমিট নেই | ৯৯৯ | ১৩ জুলাই, ২০২১ | ১২আগস্ট, ২০২১ |
৩ | fitmentcraft | fitmentcraft.com | aamarPay Aggregator | ৫% | লিমিট নেই | ১৫০০ | ১৩ জুলাই, ২০২১ | ১২আগস্ট, ২০২১ |
২। নগদ অ্যাপ অথবা ইউএসএসডি ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে না।
৪। অফার চলাকালে অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
৫। অফারটি ১৩ জুলাই, ২০২১ থেকে ১২ আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে।
৬। অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।
৭। এই অফারের ডিসকাউন্ট সম্পর্কিত সব তথ্য এবং তার দায়ভার উপরিউক্ত ৩টি মার্চেন্ট এবং ‘aamarPay’ (আমারপে) পেমেন্ট গেটওয়ের উপর। নগদ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।
৮। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে
ফিচার বিজ্ঞাপন
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
Kandy- Negombo & Colombo 5D/4N
Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N
৯। এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১০। নগদ ঘোষণা করে যে:
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না
খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না।
গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।
ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।
চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
১৬৮ বার পড়া হয়েছে