এয়ার এশিয়া বিশ্বের নেতৃস্থানীয় বাজেট ক্যারিয়ার। এশিয়া প্যাসিফিকজুড়ে ১৩০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ২০০১ সালে কার্যক্রম শুরুর পর থেকে এয়ার এশিয়া ৪০০ মিলিয়ন যাত্রী বহন করেছে। এয়ারলাইন্সটি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক-এর মাধ্যমে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা থেকে আরও বেশি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিলেন এয়ার এশিয়া বারহাদ-এর সহ প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান দতুক কামারুদ্দিন মরুননেন। ঢাকা থেকে কুয়ালালামপুরে সপ্তাহে সাতটির বদলে ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে এয়ার এশিয়ার সেলস অফিস উদ্বোধন অনুষ্ঠানে এমন পরিকল্পনার কথা জানান তিনি।

এয়ার এশিয়া বারহাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা আরও ফ্লাইট বৃদ্ধির উদ্যোগ নিচ্ছি। ঢাকা থেকে বালিতে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া এয়ার এশিয়া বারহাদের অঙ্গ প্রতিষ্ঠান এয়ার এশিয়া থাই এবং এয়ার এশিয়া ইন্ডিয়া ঢাকা থেকে ফ্লাইট শুরুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বাংলাদেশে এয়ার এশিয়ার জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান কেএম মুজিবুল হক বলেন, দক্ষিণ এশিয়ায় এভিয়েশন খাতে বাংলাদেশ মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। আগের চেয়ে বাংলাদেশে অনেক বেশি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এয়ার এশিয়া উন্নত মানের সেবা ও ফ্লাইট শিডিউল ঠিক রাখায় যাত্রীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আগামীতে আরও বেশি রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে।

এয়ার এশিয়া বারহাদ-এর সহ প্রতিষ্ঠাতা দতুক কামারুদ্দিন মরুননেন একইসঙ্গে এয়ার এশিয়া এক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে রয়েছেন। রবিবার তিনি তিন দিনের সফরে ঢাকায় আসেন। সোমবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, এয়ার এশিয়া বিশ্বের নেতৃস্থানীয় বাজেট ক্যারিয়ার। এশিয়া প্যাসিফিকজুড়ে ১৩০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ২০০১ সালে কার্যক্রম শুরুর পর থেকে এয়ার এশিয়া ৪০০ মিলিয়ন যাত্রী বহন করেছে। এয়ারলাইন্সটি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক-এর মাধ্যমে ফ্লাইট পরিচালনা করছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৭৩৬ বার পড়া হয়েছে