তালেবানের আফগানিস্তান দখলের পর থেকে দেশটির ওপর নজর রাখছে বাংলাদেশ। পাশাপাশি কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনছে ঢাকা। ইতোমধ্যে ২০ বাংলাদেশিকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে কাবুল থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এদিকে আফগান জনগণের সঙ্গে সেদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাবুল বিমানবন্দরের পাশেই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। অনুকূল পরিবেশ নিশ্চিত হলে আন্তর্জাতিক উন্নয়নকর্মীরা আফগানিস্তানে আবারও ফিরে যেতে পারবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায় এবং দ্রুত আফগানিস্তানে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার আশা করে।

ফিচার বিজ্ঞাপন

যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ১৫০০ টাকা জনপ্রতি

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১৩৬ বার পড়া হয়েছে