শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রেক্ষাপটে গত দুই মাস কার্যত অচল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শিক্ষার্থীদের সর্বশেষ তিন দফা দাবি পূরণের পর ৪ ডিসেম্বর শিক্ষার্থীরা ২৮ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দেন। আর বুয়েটের একাডেমিক কাউন্সিল ওই তারিখটিকে অনুমোদন দেওয়ায় ২৮ ডিসেম্বর থেকেই বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে।
পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে গত শনিবার রাতে বুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক বসেছিল। সেখানে ২৮ তারিখ থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ব্যাপারে ঐকমত্য হয়েছিল। দরকার ছিল তারিখটিকে একাডেমিক কাউন্সিলে অনুমোদন করা। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে তারিখটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
সিঙ্গাপুর ভিসা (বিজনেসম্যান)
কানাডা ভিসা
Maldives (Paradise Island) 3D/2N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৫১৩ বার পড়া হয়েছে