আজ (বৃহস্পতিবার) থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। এই রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে জনপ্রতি একমুখী ভাড়া ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৭টা, ১২টায় ও আড়াইটায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে নভোএয়ারের ফ্লাইট।
আবার কক্সবাজার থেকে সকাল ৯টা ০৫ মিনিটে, ১টা ৩৫ মিনিটে ও ৪টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

হোটেল মোটেল চালু হওয়া সাপেক্ষে শীঘ্রই ভ্রমণ পিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষনা করা হবে বলে জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনেই প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর, বরিশাল, রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Pokhara 5D/4N

মূল্য: ১৪,৯০০ টাকা

Day Long Package

মূল্য: ৩,০০০ টাকা

সরবাটা ঘি ২৫০ গ্রাম

মূল্য: ৩৩০ টাকা

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনা শুরু হলো।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৪১৩ বার পড়া হয়েছে