এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিরুদ্ধে ৯ অক্টোবর থেকে চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (২ অক্টোবর) এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলায় উত্তরার ৪ নম্বর সেক্টরে জনসচেতনতামূলক র‍্যালি উদ্বোধন ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান মেয়র।

তিনি বলেন, ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কার্যকর প্রভাবেই ডিএনসিসি এলাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শনাক্তের হারও রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় অনেক কম।’

আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পর শুক্র ও শনিবার সরকারি, বেসরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘রোদের পর বৃষ্টি, বৃষ্টির পর রোদ-এরকম আবহাওয়া এডিস মশার বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। তাই এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Universal Studio 4D/3N

মূল্য: ২৬,৯০০ টাকা

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

ডিএনসিসি মেয়র বলেন, ‘কারও একার পক্ষেই এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের, নিজ নিজ অবস্থানে থেকে এ বিষয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে। আশা করা যাচ্ছে, আগামী ২ সপ্তাহের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এ সময় মেয়রের সঙ্গে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৬০ বার পড়া হয়েছে