১- স্পার্ক প্লাগের উপর কাগজ পেঁচিয়ে রাখাঃ

এই কাজটি খুব সহজ একটা কাজ, বাইকের স্পার্ক প্লাগের উপর কাগজ পেঁচিয়ে প্লাস্টিকের ক্যাপটা হাল্কাভাবে লাগিয়ে রাখুন। আপনি যখন বাইকের স্পার্ক প্লাগের উপর কাগজ পেঁচিয়ে প্লাস্টিকের ক্যাপটা হাল্কাভাবে লাগিয়ে রাখবেন তখন আপনার বাইক স্টার্ট হবে না। আর তাড়াহুড়ো করে চুরির সময় বাইক স্টার্ট না হলে চোর আপনার বাইকটি হয়তো নেয়ার চেষ্টা করবে না। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ক্যাপটা শক্তভাবে লাগানো যাবে না, তাহলে আপনার বাইক স্টার্ট হয়ে যাবে। এই কাজটি করার পর বাইক স্টার্ট দিয়ে চেক করে দেখুন যে বাইক স্টার্ট হয় কিনা, যদি স্টার্ট হয় তাহলে ক্যাপটি খুলে হাল্কাভাবে লাগিয়ে রাখুন। আপনার বাইকে যদি পালসারের মতো দুটি স্পার্ক প্লাগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটি স্পার্ক প্লাগের সাথে এই কাজটি করতে হবে।

২- CDI অথবা ECU এর সংযোগ বিচ্ছিন্ন করে রাখুনঃ

এর জন্য আপনাকে আলাদা কোন কিছু করতে হবে না, আর আপনি যদি এই কাজটি করে রাখেন তাহলে আপনার বাইক চুরি করতে চোরের অনেকটা বেগ পেতে হবে। CDI অথবা ECU আপনার বাইকে যেটি আছে সেটির সংযোগ বিচ্ছিন্ন করতে আপনার বাইকের সিটটি খুলুন। সিট খোলার পর অধিকাংশ বাইকে সিটের নিচে আপনি বক্সের মতো এই অংশটি পেয়ে যাবেন।

খুব সহজে বক্স থেকে তারের সংযোগ খুলে ফেলুন। আর কিছু কিছু বাইকে এই জিনিস থাকে ফুয়েল ট্যাঙ্ক এর নিচে, যদি আপনার বাইকে এই জিনিসটি ফুয়েল ট্যাঙ্ক এর নিচে থাকে তাহলে আপনাকে আলাদা করে একটা সুইচ বানাতে হবে এবং সেটি আপনার বাইকের সিটের নিচে রাখুন। বাইকের সিটের লক ভাঙ্গা বেশ কষ্টকর একটা জিনিস।

৩- CDI অথবা ECU ইউনিট খুলে নিয়ে যাওয়াঃ

আপনার বাইকটি যদি আপনি দীর্ঘদিনের জন্য বন্ধ করে রাখতে চান তাহলে আপনি এই কাজটি করতে পারেন। এই কাজটি করলে আপনার বাইক চুরি করাটা চোরের জন্য সবচেয়ে বেশি কষ্টকর হবে। বাইকের CDI অথবা ECU টি খুলে সেটি বাসায় নিয়ে রেখে দিন। চোর নিশ্চয় আপনার বাইক চুরি করার জন্য এই জিনিসটি সংগে করে নিয়ে আসবে না। তবে এই পদ্ধতিটি শুধুমাত্র তখনি করা সম্ভব যখন আপনি বাইক দীর্ঘদিন বন্ধ করে রাখতে চান।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N

মূল্য: ২১,৯০০ টাকা

দুবাই ও মিশর ৭দিন ৬ রাত

মূল্য: ৩৯,৯০০ টাকা

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত

৪- বাইকের গিয়ার লিভার খুলে ফেলাঃ

আপনি যখন আপনার বাইকটি অনিরাপদ কোন জায়গায় দীর্ঘ সময়ের জন্য রেখে যাবেন তখন বাইকের গিয়ার লিভার খুলে রাখতে পারেন। কথাটি শুনতে বেশ  হাস্যকর মনে হলেও এটা খুব কার্যকর একটা উপায় বাইক চুরি রোধের। আপনি যদি বাইকার হয়ে থাকেন তাহলে এটা খুব ভালোভাবেই জানেন গিয়ার লিভার ছাড়া বাইক চালানো যায় কিনা।

Source: Bikebd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৫১ বার পড়া হয়েছে