শীত বা বসন্তে কোথাও ঘুরতে গেলে আগে ব্যাগটি ভালোভাবে গুছিয়ে নেবেন। ভ্রমণ যেহেতু জীবনকে আনন্দময় করে তোলে; সেহেতু কোন কোন জিনিস সঙ্গে নেবেন তার দিকে নজর দিতে হবে। ভ্রমণের সময় যা যা নিতে ভুলবেন না, জেনে নিন আজকের আয়োজনে-

১. ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, ক্রিম, লোশন, লিপজেল ইত্যাদি একটি আলাদা ছোট ব্যাগে নিয়ে নিন।
২. যারা নিয়মিত সেভ করেন; তারা রেজর-ফোম নিতে ভুলবেন না।
৩. নারীরা মেকআপ কিট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস একটি ছোট ব্যাগে নিতে পারেন।
৪. রাতে ঘুমানোর পোশাক, মোজা, অন্তর্বাস ইত্যাদি লাগেজের একপাশে রাখবেন।
৫. যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া অনুযায়ী পোশাক নিলে ভালো হবে।
৬. ছবি তোলার জন্য ক্যামেরা, অতিরিক্ত ব্যাটারি, মেমোরি কার্ড, চার্জার নিন।
৭. ল্যাপটপ নিলে অবশ্যই তার চার্জারটি ব্যাগে রাখতে ভুল করবেন না।
৮. মোবাইলের চার্জার নিতে হবে। অতিরিক্ত চার্জারও নিতে পারেন। এসব জিনিস একটি ব্যাগে রাখবেন।
৯. প্রয়োজনে একটি ছোট মাল্টিপ্লাগ, সাথে থ্রি-পিন থেকে টু-পিন কনভার্টার রাখা ভালো।
১০. আপনার স্যান্ডেল-জুতা পলিথিন বা কাগজে মুড়িয়ে লাগেজের একপাশে রাখতে পারেন।
১১. স্থান অনুযায়ী টাকা নেবেন। যেখানে যাবেন সে অনুযায়ী ভাঙতি অবশ্যই সঙ্গে রাখবেন।
১২. সঙ্গে ডলার রাখলে কেনার রশিদও নিয়ে যাবেন। অফিসের এনওসিটা সঙ্গে রাখতে পারেন।
১৩. সঙ্গে দু-একটা বই নিন। তবে হালকা ম্যাগাজিন বা বই হলে ভালো হয়।
১৪. খাতা-কলমও নিতে পারেন। যদি কোনো জরুরি তথ্য নোট করতে হয়।
১৫. ভ্রমণের সময় হেডফোন নিতে পারেন। অবশ্যই পছন্দসই গানও নিয়ে নেবেন।
১৬. যাওয়ার আগে অব্যশই ফোনের জায়গা খালি করে নেবেন। না হলে বেশি ছবি তুলতে পারবেন না।
১৭. ক্যাপ, হ্যাট বা ছোট ছাতা, রুমাল, ওয়েট টিস্যু খুবই কাজে লাগে, তাই সঙ্গে রাখুন।
১৮. হালকা শুকনো খাবার, নিরাপদ পানি ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা খুব জরুরি।
১৯. আপনার ঠিকানা, ভ্রমণস্পটের ঠিকানা, কোনো বন্ধু বা আত্মীয়ের নম্বর পকেট বা মানিব্যাগে রাখবেন।

ফিচার বিজ্ঞাপন

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৮৩ বার পড়া হয়েছে