রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানসংলগ্ন বিকল্প সড়ক কাল বৃহস্পতিবার থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগ জানায়, ঢাকা মহানগরের অন্যান্য স্থানের মতো আগারগাঁও এলাকাতেও মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ চলছে। চন্দ্রিমা উদ্যানসংলগ্ন আগারগাঁও সড়কে মেট্রোরেলের একটি স্টেশন নির্মিত হবে। এ জন্য বিজয় সরণির পূর্ব প্রান্তে উড়োজাহাজ ক্রসিং থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ক্রসিং পর্যন্ত সড়কটি সাময়িকভাবে বন্ধ থাকবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ এরই মধ্যে চন্দ্রিমা উদ্যানসংলগ্ন একটি বিকল্প সড়ক প্রস্তুত করেছে। বিকল্প সড়কটি মূল সড়কের পশ্চিম পাশ ঘেঁষে এবং তা বিআইসিসির পূব৴-উত্তর পাশের সড়কের সঙ্গে মিলবে।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. সাহেদ আল মাসুদ আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিকল্প সড়কটি ব্যবহারের জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৩১৫ বার পড়া হয়েছে