প্রাণভরে নিশ্বাস নিতে, সবুজ ঘাসে পা ফেলে হাঁটতে, আবার নদীর বুকে হারিয়ে যেতে নগরবাসীর জন্য মনোরম একটি জায়গা হচ্ছে নিউ ঢাকা সিটি ইন। এটি ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা চমৎকার একটি পিকনিক স্পট ও বিনোদনকেন্দ্র। একদিনের যেকোনো ভ্রমণে যে কারোই পছন্দ হওয়ার মতো স্থান এটি।

যেখানে নগর, নদী আর নিসর্গের অপূর্ব সম্মেলন। ঢাকার কাছেই নদীর কূলে সারাবেলা কাটিয়ে দেওয়া যায় ক্লান্তিহীনভাবেই। রাজধানীর গুলিস্তান থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার পলাশপুর গ্রামে ধলেশ্বরী নদীর তীরে অবস্হিত নিউ ঢাকা সিটি ইন।

এখানে যেকোনো ধরনের পিকনিক, ফ্যামিলি ট্যুর, কর্পোরেট প্রোগ্রাম, শিক্ষা সফর, গায়ে হলুদ, বিবাহবার্ষিকী, জন্মদিন, বন্ধু সমাবেশসহ যেকোনো অনুষ্ঠান আয়োজন করা যায় সহজেই। এখানে পাবেন নির্ধারিত মঞ্চ, প্রশস্ত মাঠ, কিডস জোন, রিভার ক্রুজ, ফুড কোর্ট, মনোরম কটেজ, বাঁশের কটেজ, কিচেন জোন, ওয়াশরুম, প্লে গ্রাউন্ড, টেন্ট, গ্যালারি ও ক্যাটারিং সার্ভিস।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Paradise Island) 3D/2N

মূল্য: ৪২,৯০০ টাকা

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

রাজধানীর যেকোনো স্থান থেকে খুব সকালে রওনা দিয়ে খুব কম সময়েই পৌঁছে যেতে পারবেন নিউ ঢাকা সিটিতে। পোস্তগোলা বা বাবুবাজার হয়ে যেকোনো বাহনে চলে যেতে পারবেন স্পটে। ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর স্ট্যান্ডে নেমে ইজিবাইকে চলে যেতে পারবেন। যাতায়াতের জন্য আব্দুল্লাহপুর না নেমে, ধলেশ্বরী জোড়া ব্রিজ সংলগ্ন টোল প্লাজায় নেমে হাতের বামে ১.৫ কিঃমিঃ পরিচিত এবং সহজ রাস্তা।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৪২ বার পড়া হয়েছে