বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এটি মোট জনগণের ৯৮ শতাংশ। বাকি ২ শতাংশ পাহাড় বা চর এলাকায় বাকি। আগামী জুনের মধ্যেই দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে।’

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ট্রেনিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, বড় বড় প্রকল্পের কাজ হচ্ছে। মাতারবাড়িতে প্রায় ৭ বিলিয়ন ডলারের কাজ চলছে অথচ আমাদের জনবল সেখানে নেই। সেখানকার প্রায় প্রতিটি জনবল জাপান ও ফিলিপিনের। আমাদের দক্ষ জনশক্তির প্রয়োজন খুব বেশি। ভালো ম্যানেজমেন্টের অভাব রয়েছে। আমাদের পায়রা পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হলেও সেটি চালানোর মতো দক্ষ জনশক্তি নেই। সব কর্মী দেশের বাইরে থেকে আসা।’

ফিচার বিজ্ঞাপন

Maldives (Fun Islands) 3D/2N

মূল্য: ৩৯,৯০০ টাকা

বালি ও লম্বক ৫দিন ৪ রাত

মূল্য: ২৯,০০০ টাকা

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করবো রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট কারিগরি কাজে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে।’ আবাসন খাতে বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘গ্রাহক টাকা দিয়ে বছরের পর বছর ঘুরেও প্লট বা ফ্ল্যাট বুঝে পাচ্ছেন না। গ্রাহকের এ হয়রানি দূর করতে দেশের আবাসন খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এ কাজে মূল ভূমিকা রাখতে পারে রিহ্যাব। এতে গ্রাহকদের হয়রানি কমবে আবার শৃঙ্খলাও তৈরি হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩০৪ বার পড়া হয়েছে