রাজধানীর শীতকালীন সবজি চলে আসায় পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানী কাওরানবাজারসহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায় সবজি এমন দাম দাম। বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপির আকার ভেদে দাম ১০ থেকে ২০ টাকা করে। প্রতি পিস লাউয়ের দাম ৩০-৪০ টাকা। শিম জাত ভেদে প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে। বেগুন ৩০ টাকা, মুলা ও বরবটির কেজি বিক্রি হচ্ছে মান ভেদে ১৫ থেকে ২০ টাকা। করোলা, চিচিঙ্গা, শসা,কচুর লতি,ঝিঙে কেজি প্রতি ৩০ টাকা,পুরাতন আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। নতুন আলু ৫০ টাকা

কাঁচা মরিচ ৯০- ১০০ টাকা কেজি। গাজর ২৫-৩০টাকা কেজি, কাঁচা কলার হালি ১০ টাকা, সাইজ ভেধে লেবুর হালি ১২-২০ টাকা। বর্তমানে বাজারে মোট চার ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। চীনা ও তুরস্কের পেঁয়াজের দাম মান ভেদে ৪০ থেকে ৫০ টাকা কেজি। পাকিস্তানি পেঁয়াজ ৫৫-৬৫ টাকা, প্রতি কেজি দেশি পেঁয়াজ মান ভেদে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। চীনা রসুন কেজি ১০০ থেকে ১২০ টাকা ও দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি করেন বিক্রেতারা। আদার দাম মান ভেদে ৭০- ৮০ টাকা।

কাওরানবাজার ঘুরে দেখা যায়, বয়লার মুরগি ১২০-১৩০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ২২০-২৩০ টাকা কেজি, দেশি মুরগি ৪০০- ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতার জানান, বাজারে সবজিসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস ৫৭০-৫৮০ টাকা প্রতি কেজি, খাসির মাংস ৭৫০-৮০০ টাকা, বকরির মাংস ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N

মূল্য: ৩০,৯০০ টাকা

Kolkata – Gangtok (Sikkim) 5D/4N

মূল্য: ২২,৯০০ টাকা

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২১৭ বার পড়া হয়েছে