পরিবহন ও আবাসন সুবিধা নিশ্চিত না করে চূড়ান্ত পরীক্ষার সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন দেশের একমাত্র অনাবাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়মিত যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা থাকলেও সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরীক্ষা বাবদ ফি আদায়ের বিজ্ঞপ্তিতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। ভর্তি ও পরীক্ষা বাবদ ফি মওকুফে উপাচার্যের বরাবর লিখিত আবেদন জানালেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের শেষ সেমিস্টার এবং মাস্টার্স শেষ সেমিস্টার পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আসা-যাওয়া করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের জন্য মহামারি করোনার কারণে পরিবহন সুবিধা দেওয়া হবে না।

ফিচার বিজ্ঞাপন

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

এদিকে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকে শিক্ষার্থীরা তাদের মেস-বাসা ছেড়ে দিয়ে নিজ এলাকায় অবস্থান করছিলেন। দীর্ঘ লকডাউনে অর্থনৈতিক সংকটের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসা ও মেস ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বন্ধের আগে অনেকেই পার্টটাইম চাকরি ও টিউশনি করে খরচ বহন করতেন। করোনায় এসব বন্ধ হয়ে যায়। অনেকেই বাসাভাড়া নিয়ে ঝামেলায় পড়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীদের সহযোগিতা ও বাড়িওয়ালাদের আন্তরিকতায় সমস্যা কিছুটা মিটলেও এখন আবার সমস্যা সৃষ্টি হয়েছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩২৫ বার পড়া হয়েছে