রানার বাংলাদেশর অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। তারা মুলত তাদের কম দামের সেগমেন্টের মধ্যে ভাল কোয়ালিটির জন্য জনপ্রিয়। সম্প্রতি রানার সুপারব্র্যান্ডস পুরস্কারটি অর্জন করেছে। যা বাংলাদেশী ব্র্যান্ড হিসেবে অনেক গর্বের বিষয়। এই উপলক্ষ্যে রানার ঘোষণা করেছে “রানার সুপারব্র্যান্ডস উৎসব” অফার। এই অফারে থাকছে ২৪ মাস পর্যন্ত কিস্তি সুবিধা। বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে রানার এই সুপারব্র্যান্ড এওয়ার্ড এ ভূষিত হল। ব্র্যান্ড রিকগনিশন এর ক্ষেত্রে সুপারব্র্যান্ডস পুরো বিশ্বের কাছে জনপ্রিয়। এটি পুরো বিশ্বের ৯০টি দেশের তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। সুপারব্র্যান্ড এই এওয়ার্ডে রানাকে ভূষিত করা হয়েছে যে তারা যেন আরও বেশি মাত্রায় ইনোভেটিভ এবং রপ্তানীতে ভূমিকা রাখে।

এই অর্জন কে আরও আনন্দদায়ক করার লক্ষ্যে এবং সবার সাথে ভাগ করে নিতে রানার ঘোষণা করেছে “রানার সুপারব্র্যান্ডস উৎসব” । যেখানে কাস্টোমাররা মাত্র ৫৫,০০০/- ডাউনমেন্ট দিয়ে বাইক ক্রয় করতে পারবেন। এছাড়া ইন্টারেস্টও অনেক কম। ২৪ মাসের কিস্তি সুবিধাও দেয়া হচ্ছে।

উৎসব অফার থেকে বাইক ক্রয় করলে কাস্টোমাররা আরও পেয়ে যাবেন ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রী সার্ভিস, এবং ১ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স সুবিধা। এই অফারটি সারা বাংলাদেশে রানারের যেকোন শোরুম থেকে নেয়া যাবে। ২০২০ এর এই বছর রানার ৪টি নতুন বাইক লঞ্চ করেছে। তাদের মধ্যে রানার বোল্ট ১৬৫আর অন্যতম একটি বাইক। বাইকটি নেকেড স্পোর্টস সিরিজের একটি মোটরসাইকেল। বাইকটি লুকস, ডিজাইন এবং স্টাইল সকল বাইকপ্রেমীকে আকৃষ্ট করেছে। অপর দিকে তারা ১৫০সিসি সেগমেন্টে নতুন লুকস ও ডিজাইন এবং গ্রাফিক্স সহ লঞ্চ করেছে রানার নাইট রাইডার ভি২ । এই বাইকটি সম্পূর্ন নতুন ভাবে গ্রাফিক্স ও স্টাইলিং করা হয়েছে। এছাড়া রানার নিয়ে এসেছে নতুন একটা স্কুটার। স্কুটারটি রানার স্কুটি ১১০। এই স্কুটারটি স্টাইলিং ও গ্রাফিক্স দুটো নিয়েই রানার অনেক কাজ করেছে।

ফিচার বিজ্ঞাপন

Toyota Allion 2014 G Package

মূল্য: ২৩,৫০,০০০ টাকা

Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N

মূল্য: ৬৯,৯০০ টাকা

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

রানারের ১০০সিসি সেগমেন্টে রয়েছে অন্যতম একটি জনপ্রিয় মোটরসাইকে রানার বুলেট ১০০। তারা এই বাইকটিকে নতুন ভাবে নিয়ে এসেছে। বাইকটির গ্রাফিক্স, স্টাইল এবং ডিজাইন এর ক্ষেত্রে সম্পূর্ন নতুন ভাবে করা হয়েছে বাইকটি এসেছে রানার বুলেট ১০০ ভি২ নামে । বাইকটির লুকস, ডিজাইন এবং স্টাইলিং সব কিছুই নতুন ভাবে করা হয়েছে ও বাইকটি দেখতে আরও আকর্ষণীয় হচ্ছে। লক ডাউন শেষ হবার পর, সব কিছুই স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু কোভিড-১৯ এখনও শেষ হয়নি। তাই সবাইকে গণ পরিবহণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। তাই সবাই মোটরসাইকেল এর প্রতি আকৃষ্ট হচ্ছে। রানার সুপারব্র্যান্ডস উৎসব এ কাস্টোমাররা তাদের নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বাইক ক্রয় করতে পারবেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৫৩ বার পড়া হয়েছে