করোনা আক্রান্ত যাত্রী পরিবহন করায় এবার দুই লাখ টাকা জরিমানা গুনতে হলো ইতিহাদ এয়ারওয়েজকে। আর করোনা আক্রান্ত হওয়ার পরও যাত্রা করায় এক যাত্রীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই জরিমানা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল। বিমানবন্দরের সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা এসে পৌঁছায়। যাত্রীদের মধ্যে একজন কোভিড পজিটিভ ছিলেন। ওই যাত্রীর সঙ্গে থাকা RT-PCR পরীক্ষার সনদে পরিস্কার উল্লেখ আছে যে, তিনি কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত। আবুধাবি এয়ারপোর্টের কর্মীদের দায়িত্বে অবহেলার সুযোগে এই যাত্রী ফ্লাইটে করে ঢাকা পর্যন্ত চলে আসতে পেরেছেন৷ এজন্য ইতিহাদ এয়ারওয়েজকে দুই লাখ টাকা জরিমানা করেছে ম্যাজিস্টেট কোর্ট।

কোভিড আক্রান্ত যাত্রী জিজ্ঞাসাবাদে জানান, তিনি ১৩ বছরের প্রবাস জীবন কাটিয়েছেন। তিনিসহ ১৩ জন সহকর্মীর কোভিড পরীক্ষার ব্যবস্থা তিনি নিজেই করেছেন। তিনি যে কোভিড পজিটিভ তা তার জানা ছিল। কিন্তু সেই তথ্য গোপন করে তিনি আবুধাবি এয়ারপোর্ট হয়ে চলে এসেছেন। এ ধরনের দায়িত্বহীন আচরণের জন্য ওই যাত্রকে তিন হাজার টাকা জরিমানা এবং তা আদায়ের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N

মূল্য: ১৮৯০০ টাকা

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৯৪ বার পড়া হয়েছে