বিজ্ঞান ও গণিতে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হয়েছে সিঙ্গাপুরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। সেই দেশের প্রাথমিক ৪র্থ গ্রেড ও মাধ্যমিক ৮ম গ্রেডের শিক্ষার্থীরা উভয় বিষয়েই প্রথম স্থান লাভ করে। ২০০৩ ও ২০১৬ সালেও তারা উভয় বিষয়ে শীর্ষে ছিল। সম্প্রতি আমস্টারডাম ভিত্তিক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস অ্যান্ড সায়েন্স স্টাডি’ (টিআইএমএসএস) ৭১টি দেশ ও অঞ্চলের উভয় গ্রেডের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান বিষয়ে মেধা মূল্যায়ন করে এই তালিকা প্রকাশ করে।
টিআইএমএসএস ১৯৯৫ সাল থেকে প্রতি চার বছর অন্তর পুরো বিশ্বের এ দুটি গ্রেডের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানে মেধার পারদর্শিতা পরীক্ষা করে এই ফল প্রকাশ করে। সিঙ্গাপুরের শিক্ষার্থীরা এই তালিকায় তিনবার প্রথম স্থান অর্জন করে, যা বিশ্বের ইতিহাসে রেকর্ড। এবার সিঙ্গাপুরের প্রাইমারি ৪র্থ গ্রেডের শিক্ষার্থীরা গণিতে ৬২৫ পয়েন্ট পেয়ে প্রথম হয়। অন্যদিকে ৬০২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং ও তৃতীয় দক্ষিণ কোরিয়া, পয়েন্ট-৬০০। বিজ্ঞানে ৫৯৫ পয়েন্ট পেয়ে প্রথম হয় সিঙ্গাপুর। দ্বিতীয় দক্ষিণ কোরিয়া, পয়েন্ট-৫৮৮ ও র্তৃতীয় রাশিয়া, পয়েন্ট-৫৬৭।
একইভাবে মাধ্যমিক ৮ম গ্রেডের ক্ষেত্রে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা গণিতে সর্বোচ্চ ৬১৬ পয়েন্ট পেয়ে প্রথম হয়। দ্বিতীয় তাইওয়ান, পয়েন্ট ৬১২ ও তৃতীয় দক্ষিণ কোরিয়া, পয়েন্ট-৬০৭। একই ভাবে বিজ্ঞানে ৬০৮ পেয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় তাইওয়ান, পয়েন্ট-৫৭৪ ও জাপান তৃতীয়, পয়েন্ট-৫৭০। ২০১৯ সালে শুরু হওয়া সর্বশেষ পরীক্ষায় অংশ নিয়েছিল ৭১টি দেশ ও অঞ্চলের মোট ৬ লাখ শিক্ষার্থী। সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেই দেশের ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ স্তরের ৫৯৯০ জন ও ১৫২ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৮৫০ জন শিক্ষার্থী এই মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফিচার বিজ্ঞাপন
বালি আটি জমিদার বাড়ি প্রাইভেট ডে লং ট্যুর
Thimpu-Paro-Dochala Pass-Punakha 6D/4N
Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২২৮ বার পড়া হয়েছে