এক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমানগামী ফ্লাইট আবার চালু হচ্ছে। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী সব ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করা অনুরোধ জানান তাহেরা খন্দকার। তিনি বলেন, ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
প্রসঙ্গত, ওমান সরকারের নিষেধাজ্ঞার কারণে চলতি সপ্তাহে ওমানগামী বিমানের সব ফ্লাইট বন্ধ রয়েছে।
ফিচার বিজ্ঞাপন
বাউন্ডারি ও রেজিষ্ট্রেশন করে নিজের প্লট বুঝে নিন
ভিয়েতনাম- ইন্দোনেশিয়া ৭দিন ৬ রাত
Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩১৮ বার পড়া হয়েছে





