করোনা ভ্যাকসিন নিতে টিকা কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। তাছাড়া টিকা নিয়ে আনন্দে উচ্ছ্বাসে অনেককেই বিজয় চিহ্ন দেখাতে দেখা গেছে কেন্দ্রগুলোতে। সরেজমিনে রাজধানীর টিকা কেন্দ্রগুলো পরিদর্শনে এমনটিই দেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কনভেনশন সেন্টারের টিকা কেন্দ্রে স্ত্রীকে নিয়ে টিকা নিতে আসেন হাইকোর্টের একজন বিচারপতি শেখ মাহাম্মদুল হক। টিকা নেওয়ার পর তার স্ত্রী রেশমা মাহাম্মুদ (৬১) ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আমার কোন অসুবিধা হচ্ছে না, টিকে নিয়ে খুবই ভালো লাগছে। পরিবারের অন্যান্যরা যারা আছে তারাও টিকা নিবেন পর্যায়ক্রমে।’

ইনসেফটা ফার্মাসিউটিক্যাল থেকে করোনা টিকা নিতে আসছেন, কোম্পানিটির সিনিয়র এরিয়া ম্যানেজার বাহারুল আলম, এরিয়া ম্যানেজার নুজরুল ইসমাম এবং কামরুল ইসলাম। তাদের একজন বাহারুল ইসলাম টিকা নেওয়ার পর বলেন, ‘দেশের বড় বড় কর্মকর্তারা টিকা নিচ্ছেন, দেখলাম তাদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না, কোন সমস্যা হচ্ছে না। তাদেরকে দেখে আমাদেরও আগ্রহ বেড়েছে।’

টিকা নেওয়ার পর অনুভূতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এর প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মুয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রথম দিকে অনেক ভয়-ভীতি কাজ করছে। ভাবতেই পারছি না এতো সহজে আমরা ভ্যাকসিন নিতে পারবো।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রের দায়িত্বে আছেন হাসপাতালের উপ পরিচালক ডা. খুরশিদ আলম। কেন্দ্রের পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ‘প্রথম দিন আমরা ২০০ জনকে টিকা দিয়েছি এর পরের দিন ৬০০ জনকে পরে ১ হাজার ৫০০ জনকে টিকা দেয়া হয়েছে। এভাবে টিকা নেওয়ার হার দিনদিন বাড়ছে।’

ফিচার বিজ্ঞাপন

Paradise island, Maldives, 4D/3N

মূল্য: ৯১,৯০০ টাকা জনপ্রতি

জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত

মূল্য: ৩৩,০০০ টাকা

Siliguri – Gangtok (Sikkim) 6D/5N

মূল্য: ২০,৫০০ টাকা

খুরশীদ আলম আরও জানান, প্রথম প্রথম টিকা নিয়ে যে একটা শঙ্কা ছিল সেটি এখন মানুষের মধ্যে নেই। রেজিস্ট্রেশন ছাড়াও এখনো অনেকেই টিকা নিতে আসছেন। আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে সামাল দিতে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৯৬ বার পড়া হয়েছে