গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী জুন মাসে। তবে চূড়ান্ত তারিখ জানতে অপেক্ষা করতে হবে আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত। জানা গেছে, বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৈঠকে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণসহ আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদ সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় করতেই এ বৈঠক ডাকা হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। একই তারিখে যেন দুটি ইউনিভার্সিটির পরীক্ষা না হয়, তা ঠিক করতেই এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সদস্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘মূলত পরীক্ষার তারিখ সমন্বয় করার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি বৈঠক ডাকা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘চুয়েট, রুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা জুনে পরীক্ষা নেবো। আশা করছি, ওই সময় অন্য কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করবে না।’
ফিচার বিজ্ঞাপন
কুয়ালালামপুর-লঙ্কাউ ৫দিন ৪ রাত
Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
Source Risingbd
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২৭৪ বার পড়া হয়েছে





