গাড়ি শিল্পে ক্রমাগত মন্দার ফলে এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যুক্ত প্রায় ১০ লক্ষ কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিক্রি কমার ফলে ডিলার সংস্থাগুলি শোরুম বন্ধ করে দেওয়ায় বিপণন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সমস্ত বিভাগের দু’লক্ষ কর্মী কাজ হারিয়েছেন বলে জানিয়েছে এ দেশে গাড়ির ডিলার সংস্থাগুলির সংগঠন ফেডারেশন অফ অটো ডিলার্স অ্যাসোসিয়েশন (ফাডা)। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন দেশের গাড়ি সংস্থাগুলির শীর্ষ কর্তারা। এর মধ্যে মারুতি সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গব, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অটোমোটিভ সেক্টরের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা, যিনি আবার গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। গাড়ি সংস্থার শীর্ষ কর্তারা ছাড়াও যন্ত্রাংশ নির্মাণ সংস্থাগুলির সংগঠন এসিএমএ এবং ডিলার সংস্থাগুলির সংগঠন ফাডার প্রতিনিধিরাও ছিলেন।
এ দিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে গাড়ি শিল্পকে উজ্জীবিত করার আর্জি জানানো হয়। গাড়ির উপর জিএসটি কমানো সমেত একাধিক দাবি জানানো হয় সীতারামনের কাছে। ঘরোয়া গাড়ি শিল্প কর্মীছাঁটাই থেকে শুরু করে যে ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তা বিস্তারিত জানানো হয় মন্ত্রীকে। এ প্রসঙ্গে সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা বলেন, ‘হ্যাঁ, আমরা কেন্দ্রের কাছে অটো শিল্পের জন্য বেশ কিছু সুবিধা চেয়েছি এবং তারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেছেন। শীঘ্রই গাড়ি শিল্পের স্বার্থ রক্ষার জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করা হবে বলেই আমরা আশাবাদী।’
চাহিদা কমে যাওয়ার কারণ এবং এই পরিস্থিতির হাত থেকে বাঁচার সম্ভাব্য উপায় জানতে চায় কেন্দ্র। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ভারি শিল্প মন্ত্রক যথেষ্ট সহায়তা করেছে বলেও ওয়াধেরা জানান। বৈঠকে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা পাওয়া, গাড়ির দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে অ্যাক্সল লোড ক্যাপাসিটির বদলের মতো একাধিক বিষয় তুলে ধরা হয়।
এই বৈঠককে ‘আলোচনামূলক প্রক্রিয়া’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় অর্থসচিব রাজীব কুমার বলেন, ‘আমরা গোটা বিষয়টাই শুনেছি। গোটা বিষয়টি একত্র করে বিবেচনা করা হবে।’ আরবিআই-এর সুদের হার কমানোর সিদ্ধান্ত ইতিবাচক এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির উপর এই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া নির্ভর করছে বলেও তিনি জানান।
কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রী অরবিন্দ সাওয়ান্তের কথায়, ‘সরকার গাড়ি শিল্পের শঙ্কার বিষয় মনোযোগ দিয়ে শুনেছে এবং সেগুলি দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’
ফিচার বিজ্ঞাপন
বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া ৯দিন ৮ রাত
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
গাড়ি শিল্পের সামনের দিনগুলি সুবিধার নয় এবং বিপুল কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে বুধবার সতর্কবার্তা দিয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পবন গোয়েঙ্কা। তিনি বলেন, ‘এখন গাড়ি প্রস্তুতকারী সংস্থা, সরবরাহকারী, ডিলার এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মী ছাঁটাই হচ্ছে।’
Source: indiatimes
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৩৪ বার পড়া হয়েছে