মেয়াদ উত্তীর্ণ ট্যুরিস্ট (পর্যটন) ভিসাধারীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আমিরাতে থাকতে পারবেন। দেশটির জেনারেল ডিরেক্টরি অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, মেয়াদ উত্তীর্ণ পর্যটন ভিসা গ্রহণকারীদের জন্য এই সুবিধা বাড়ানো হয়েছে। আমিরাতের আবাসন ও পররাষ্ট্র কল্যাণ দফতর একটি সূত্র জানায়, শুধু এক মাস ও তিন মাসের পর্যটক এবং ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণদের জন্য সুবিধাটি বাড়ানো হয়েছে।
দেশটির ভ্রমণ সেবাবিষয়ক সংস্থাগুলো বলছে, তারা গ্রাহকদের পক্ষে দুবাইয়ের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যে আবেদন করেছিল, তা স্বয়ংক্রিয়ভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত বেড়ে গেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বরের আগে শেষ হওয়া ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে আমিরাতের দৈনিক খালিজ টাইমসকে জানিয়েছেন বেশ কয়েকজন ট্যুরিস্ট ভিসাধারী।
ইতোপূর্বে গত ৩১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আমিরাতে অবস্থানরত সব বিদেশি পর্যটকের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধির ঘোষণা দেন। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যখন নতুন করে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেছে, তখনবিদেশি পর্যটকদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলো সংযুক্ত আরব আমিরাত।
ফিচার বিজ্ঞাপন
Singapore Tour with Sentosa 4D/3N
রাশিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
ইস্তানবুল ৪দিন ৩ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২০৯ বার পড়া হয়েছে