বাংলাদেশ বিমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চট্টগ্রাম-সিলেট অভ্যন্তরীণ রুটে নতুন করে ফ্লাইট চালু করেছে। আজ বুধবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল।

উদ্বোধনী দিনে ৭৪ জন যাত্রী নিয়ে এ রুটে উড়াল দেয় আকাশতরী। বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন।

সর্বনিম্ন ৪ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৭ হাজার ৬০০ টাকায় বিমানে এ রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এ বিষয়ে আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম-সিলেট রুটটি চালু করা হয়েছে। আশা করি, এ রুটে যাত্রী হবে। বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রুটটিও চালু করার চিন্তা-ভাবনা চলছে।’

বাংলাদেশ বিমানের নতুন ড্যাশ-৮ সিরিজের প্লেনগুলো সপ্তাহে তিন দিন যাওয়া-আসা করবে এই রুটে। চট্টগ্রাম থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাবে সিলেটের উদ্দেশে। বিমান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে উড়াল দেওয়া প্লেনটি ১ ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর চট্টগ্রাম ফিরে আসবে।

ফিচার বিজ্ঞাপন

Toyota Allion 2014 G Package

মূল্য: ২৩,৫০,০০০ টাকা

বেইজিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪৩,৯০০ টাকা

US Visa for Retired Person

মূল্য: 5,000 Taka

Source: Aviationnewsbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩২০ বার পড়া হয়েছে