রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে প্রয়োজনীয় মালামাল ও খাদ্য পণ্য পরিবহনের জন্য মালবাহী কিছু ট্রেন চালু থাকবে। শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানান রেলমন্ত্রী।

তিনি ভোরের কাগজকে বলেন, করোনা প্রতিরোধে সব ধরনের যানবাহন বন্ধের নির্দেশনার কারণে যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ খাকবে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

রেলমন্ত্রী আরও বলেন, এই মাত্র আমি জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা শনিবার সন্ধ্যায় লকডাউন ও বন্ধের বিষয়ে প্রজ্ঞাপন দিয়ে বিস্তারিত জানাবেন। তখন বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। করোনা মহামারির প্রকোপ আবারো মারাত্মক আকার ধারণ করেছে। তাই সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা জারি করা হচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro 4D/3N

মূল্য: ১৫,৯০০ টাকা

Source: Bhorerkagoj

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৯৫ বার পড়া হয়েছে