ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউর) জন্য রোগী থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। তবে এই সুবিধা কেবল নগরবাসীরাই পাবেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি উপহার দেওয়ার পর আতিকুল ইসলাম এসব কথা বলেন।  মেয়র বলেন, ‘আমরা আইসিইউর জন্য কোনো চার্জ নিচ্ছি না। এই সুবিধা কেবল নগরবাসী পাবে। এ ছাড়া যাদের অ্যাম্বুলেন্সের খরচ বহনের সক্ষমতা নেই, তারা বিনা মূল্যে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে।’বিজ্ঞাপন

এই অ্যাম্বুলেন্সের যাবতীয় খরচ উত্তর সিটি বহন করবে জানিয়ে মেয়র বলেন, তবে এই সুবিধা কেবল ঢাকা শহরের জন্য। সেটা উত্তর বা দক্ষিণ সিটি হোক।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। এখানে বিভিন্ন বিভাগ খুলে পর্যাপ্ত জনবলসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এই হাসপাতাল ছাড়াও ঢাকায় বেশ কিছু করোনা ইউনিট ও হাসপাতাল তৈরি করা হয়েছে। সম্প্রতি মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে। সেখানে ১০টি আইসিইউসহ ১৫৪টি শয্যা রয়েছে।’

তবে গতকাল (২ মে) পর্যন্ত বক্ষব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী ভর্তি হননি। প্রচারণার অভাবে কোনো রোগী ভর্তি হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি স্বীকার করে প্রচারণার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

ফিচার বিজ্ঞাপন

সাজেক ভ্রমণ ৩ রাত ২ দিন

মূল্য: ৫,৪০০ টাকা

Australia Visa for Businessman

মূল্য: 20,000 Taka

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নাসির উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় মাত্র ২০ দিনের মাথায় এই হাসপাতাল তৈরি করা হয়েছে। এখন পর্যায়ক্রমে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা চিকিৎসা নিতে আসছেন।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ বক্তৃতা করেন।

Source: Prothomalo

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৮৩ বার পড়া হয়েছে