ঢাকা মহানগরসহ জেলা শহরের ভেতরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে ঢাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে অধিকাংশ বাসেই যাত্রী ছিল তুলনামূলক কম। মিরপুর, শ্যামলী কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী ঘুরে দেখা গেছে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে স্বল্প সংখ‌্যক যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করছে। সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রায় অধিকাংশ পরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। 

মিরপুর ১ নম্বর ওভারব্রিজের নিচে যাত্রীদের জন‌্য বাস থামিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। প্রতিটি বাস চালকরে সহকারীর হাতেই জীবাণুনাশক স্প্রে দেখা গেছে। যাত্রীরা বাসে ওঠার আগে তা ব‌্যবহার করছেন। অধিকাংশ যাত্রীকে মাস্ক পরতে দেখা গেছে।  

ট্রান্সসিলভা পরিবহনের বাসচালক মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘অনেক দিন পর লকডাউনের মধ্য গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। তাই আমরা সরকারের দেওয়া সব নির্দেশনা মেনে বাস চালাতে চাই। মালিক পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া আছে, যেন আমরা কোনো প্রকার অনিয়ম না করি।’

মোহাম্মদ হানিফ মিয়া নামে এক যাত্রী বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। লকডাউনের কারণে পরিবহন বন্ধ থাকায় এতদিন যাতায়াত করতে খুব ভোগান্তি পোহাতে হয়েছে। ৫০ টাকার ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা দিয়েও যেতে হয়েছে। আজ থেকে বাস চলাচল শুরু করছে। যার জন্য আমাদের ভোগান্তি কিছুটা কমবে এখন। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের উচিত সবারই মাস্ক পরা, স্বাস্থ‌্যবিধি মেনে চলা।’

ফিচার বিজ্ঞাপন

USA Visa (Private Job Holder)

মূল্য: 5,000 Taka

Siliguri – Gangtok (Sikkim) 6D/5N

মূল্য: ২০,৫০০ টাকা

Thimpu-Paro-Dochala Pass-Punakha 6D/4N

মূল্য: ২৬,৯০০ টাকা

Source: Risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৫৩ বার পড়া হয়েছে