আটকে পড়া বাংলাদেশিদের সৌদি ফেরাতে কাল থেকে ফের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কর্মকর্তারা বলেছেন, বিমান সীমিত আকারে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় শুধু ঢাকা-রিয়াদ ফ্লাইট চালানো হবে।

পরে সৌদির ৩ স্টেশন জেদ্দা-রিয়াদ-দাম্মামেও সীমিত আকারে ফ্লাইট যাবে। ২৪ মে দুবাইয়ের উদ্দেশেও বিমানের একটি ফ্লাইট ছেড়ে যাবে। তবে এসব স্টেশনগুলোতে বিমানের ১৬২ সিটের (বোয়িং-৭৩৭) ছোট এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট চালানো হবে।

সেই হিসাবে দুবাইয়েও সপ্তাহে দুটি এবং সৌদি আরবের ৩ স্টেশনে সপ্তাহে ২টি করে ৬টি ফ্লাইট চলাচল করবে। যাত্রী পাওয়া গেলে তখন আরও ফ্লাইট বাড়ানো হবে। এদিকে প্রবাসীদের সৌদি আরব ফেরার ভোগান্তি দূর করতে কাজ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটওয়ারী এ বিষয়ে জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে- হোটেল বুকিংয়ের ভাড়া কমানো, নতুন করে আরও হোটেল অন্তভুক্ত করা ও কোয়ারেন্টিন জরিমানা কমানোসহ বেশ কিছু শর্ত শিথিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শনিবারও আটকে পড়া সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিং নিয়ে শনিবারও চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

সৌদি এয়ারলাইন্সের অফিস হোটেল সোনারগাঁওয়ে শত শত যাত্রীকে বুকিংয়ের টাকা জমা দিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে দেখা গেছে। তবে কাল থেকে এ দুর্দশার নিরসন হবে বলে জানিয়েছে সাউদিয়া এয়ারলাইন্সের একটি সূত্র।

ফিচার বিজ্ঞাপন

US Visa for Retired Person

মূল্য: 5,000 Taka

বালি ও লম্বক ৫দিন ৪ রাত

মূল্য: ২৯,০০০ টাকা

USA Visa (Private Job Holder)

মূল্য: 5,000 Taka

সৌদি আরবের সিভিল এভিয়েশনের দেওয়া কঠোর শর্তারোপের কারণেই রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ৪ দিনের শিডিউল ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

একই কারণে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। নতুন সিদ্ধান্ত ঘোষণার তৃতীয় দিন শনিবারও দেখা গেছে যাত্রীদের হৈচৈ ও ক্ষোভ-বিক্ষোভ।
ভুক্তভোগীরা বলেছেন, সকাল থেকে লাইন ধরেও দুপুর ১টায় হোটেল বুকিং করতে পারেননি অনেকে। হঠাৎ নতুন ধরনের শর্তের মাশুল দিতে হচ্ছে তাদের।

সৌদি আরবের নতুন শর্তানুযায়ী যাত্রীদের সৌদি আরব যাওয়ার পরই নিজ খরচে ৭ দিনের কোয়ারেন্টিন বাবদ হোটেলে থাকা-খাওয়া এবং দুই দফা করোনা পরীক্ষা করানোর খরচ ফ্লাইটের টিকিটের টাকা থেকেই সৌদি কর্তৃপক্ষ কেটে নেওয়ার কথা জানিয়েছে। সে কারণেই নতুন করে বাড়তি ব্যয়ের মুখে পড়তে হচ্ছে।

Source: jugsantor

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৩১৫ বার পড়া হয়েছে