আমাদের প্রতিনিয়ত যে গাড়ি ব্যবহার করি তা এখন আর শৌখিনতা নয় বরং প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যানজটের ঢাকা শহরে শান্তিপূর্ণভাবে চলাচল করতে গাড়ির কোন বিকল্প নেই। তাই প্রয়োজনের এই বাহনটি হওয়া উচিত পরিষ্কার ও পরিচ্ছন্ন। 

যে কোন বাহন সেটি হোক গাড়ি কিংবা জীপ কিংবা মাইক্রোবাস তা প্রতি তিন মাসে অন্তত একবার পরিষ্কার করা উচিত। তা না হলে আপনার গাড়ির মধ্যে জন্ম নিতে পারে নানা রকমের ভাইরাস ও ব্যাক্টেরিয়া। যা আপনার গাড়িতে শুধুমাত্র দূর্গন্ধ সৃষ্টি করবে উপরন্ত করতে পারে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ফুসফুসঘটিত রোগ সংক্রমন। চলুন জেনে নেই নিয়মিত কার ওয়াশ না করলে কি ক্ষতি হতে পারে। 

১. এ্যাজমায় আক্রান্ত হওয়াঃ যেহেতু গাড়ি বাইরের ধূলোবালির সংস্পর্শে আসে তাই গাড়ির অভ্যন্তরে জমতে পারে ধূলোবালি। এবং সেই থেকে হতে পারে বিভিন্ন শ্বাস প্রশ্বাসজনিত সমস্য যেমন এ্যাজমা, হাঁপানি সহ নানা রোগ। 

২. বিভিন্ন চর্মরোগ হওয়াঃ গাড়ি অনেকদিন পরিষ্কার না করালে এর সীট সমূহ হতে পারে স্যাঁতস্যাঁতে যার দরুণ জন্ম নিতে পারে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া যা তৈরী করতে পারে আপনার পরিবারের সদস্যদের চর্মরোগ জাতীয় অনেক সমস্যা।

৩. লেদারের সীটে জন্ম নেয়া ভাইরাসঃ লেদারের সীট অনেক বেশি ধূলো শোষণ করে যার ফলে সেই ধূলোতে অবস্থিত ভাইরাস সমূহ নিঃশ্বাসের সাথে আপনার ফুসফুসে প্রবেশ করতে পারে এবং দেখা দিতে পারে নানা রকম শ্বাস প্রশ্বাসের জটিলতা।

৪. এসির মাধ্যমে ছড়ানো জীবাণুঃ অপরিষ্কার গাড়ির এসিতে জমা ধূলোবালি থেকে ছড়াতে পারে নানা রকমের ব্যাকটেরিয়া কারণ বেশির ভাগ গাড়ির এসি সমূহ আমাদের মুখ ও নাকের কাছাকাছি থাকে। যার ফলে এসির ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি থাকে। 

ফিচার বিজ্ঞাপন

জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত

মূল্য: ৩৩,০০০ টাকা

প্রতিকারের উপায়ঃ উপরোক্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে প্রতি তিন মাসে অন্তত একবার আপনার গাড়ি এন্টিবায়োটিক ওয়াশ করান। এতে যেমন আপনার গাড়ির ভেতর থাকবে পরিষ্কার তেমনি আপনি এবং আপনার পরিবার রেহাই পাবেন বিভিন্ন ক্ষতিকারক রোগ জীবাণুর হাত থেকে। 

ভাবছেন কোথায় পাবেন এন্টিবায়োটিক কার ওয়াশ ও পলিশ সার্ভিস? বা খরচ ও সার্ভিসের মান নিয়ে চিন্তিত? চিন্তা নেই, এখন Sheba.xyz প্ল্যাটফর্মে পাবেন ভেরিফাইড কার ওয়াশ সার্ভিস প্রোভাইডারদের, যেখান থেকে আপনি দাম ও রেটিং অনুযায়ী সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে নিতে পারবেন।

এ ছাড়াও নো কম্প্রোমাইজ ক্যাম্পেইনে উক্ত সার্ভিসটির সাথে পাচ্ছেন ৪ ঘন্টার জন্য একজন প্রফেশনাল ড্রাইভার একদম ফ্রি! আপনার সাধ ও সাধ্যের মধ্যে কেন গাড়িটি আপনারই রুচির বহিঃপ্রকাশ ঘটায়। তাই প্রতিনিয়ত এর পরিচর্যায় রাখলে তা থাকবে পরিচ্ছন্ন ও রোগজীবাণুমুক্ত। আপনার এবং আপনার পরিবারের যত্নে প্রতি এটাই হোক আপনার আরেকটি ধাপ। সুস্থ ও সুন্দর হোক আপনার জীবন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৫৯ বার পড়া হয়েছে