কম পুঁজির ব্যবসা বলতে সাধারণত কম টাকা নিয়ে শুরু করা ব্যবসাকে বোঝায়। কম পুঁজির ব্যবসা দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি কোটিপতিও হওয়া সম্ভব।
পৃথিবীতে এমন বহু কোটিপতি আছে যাদের ব্যবসায়ের সূচনা অল্প কিছু টাকার মাধ্যমে শুরু হয়েছিল। সুতরাং, আপনার মধ্যে যদি ব্যবসা করার তীব্র আগ্রহ থাকে তাহলে, অল্প কিছু মূলধন নিয়েই শুরু করে দিতে পারেন। নিচের আইডিয়াটি চেষ্টা করে দেখতে পারেন।
এলইডি লাইট
বর্তমান সময়ে সাধারণ এনার্জি বাল্ব বা অন্যান্য বাসায় ব্যবহৃত লাইটগুলোর তুলনায়, এলইডি লাইটগুলো বেশ জনপ্রিয়। কারণ, এটি একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী তেমনি দামও কম। এই লাইটগুলো প্লাস্টিকের হওয়াতে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া বাজারে এর পর্যাপ্ত চাহিদা রয়েছে বলে আপনিও চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন।
যেভাবে ব্যবসা শুরু করবেন
এ ব্যবসাটি আপনি দুইভাবে শুরু করতে পারেন। যেমন:
১. নিজে উৎপাদন করে বিক্রি
নিজে উৎপাদন করে বিক্রি করার ক্ষেত্রে আপনাকে বাড়তি কিছু উপকরণ ক্রয় করতে হবে। স্থায়ী উপকরণ যেমন তাতাল, রাং, রজন এবং লাইটের প্রাথমিক কাঁচামাল, প্যাকেট।
এলইডি লাইট তৈরি নিয়ম
লাইট গুলো তৈরিতে খুব বেশি উপকরণের দরকার নেই।
স্থায়ী কাঁচামাল যেমন:
ফিচার বিজ্ঞাপন
Vietnam & Cambodia 9D/8N
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া ৯দিন ৮ রাত
Sheraton Maldives Full Moon Resort 3D/2N
- তাতাল
- মাল্টি মিটার
- রাং
- রজন
এগুলো একবার কিনে নিলে দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন।
অস্থায়ী কাঁচামাল গুলো
- লাইটের বডি
- লেন্স
- ডক্সিন্ট প্লেট
- ক্যাপ
- লিড ড্রাইভ বা কন্ট্রোল সার্কিট
এলইডি লাইট নির্ভর করে আপনার লাইট উৎপাদনের উপর। আপনি যদি অধিক বাল্ব তৈরি করেন তবে, তার জন্য অধিক পরিমাণ সার্কিট, রাং রজন এসবের দরকার পড়বে। এসব আপনি কাপ্তান বাজার থেকে কিনতে পারবেন।
২. পাইকারি কিনে খুচরা বিক্রি
পাইকারি কিনে খুচরা আকারে বিক্রি করা টাই অধিক সহজ। এক্ষেত্রে আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। কিনেই বিক্রি করতে পারবেন।
এলইডি লাইট ব্যবসায়ে আয়ের পরিমাণ
- 5 wat ক্রয় 22 টাকা, বিক্রি 40 থেকে 50 টাকা।
- 15 wat ক্রয় 33 টাকা, বিক্রি 60 থেকে 70 টাকা।
- 18/20 wat 40 টাকা, বিক্রি 80 থেকে 100 টাকা।
- 30 wat 80 টাকা, বিক্রি 150 থেকে 200 টাকা।
- 50 wat 165 টাকা, বিক্রি 250 থেকে 400 টাকা পর্যন্ত।
সুতরাং আপনিও চাইলে অর্ধেকের বেশি লাভ করতে পারবেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৫২ বার পড়া হয়েছে





