টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ জুলাই) বস্ত্র অধিদফতর সূত্র থেকে এ তথ্য জানা গেছে। অধিদফতরের অধীনে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়।

অধিদফতর থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১ হাজার টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন।

ফিচার বিজ্ঞাপন

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

Email Marketing

মূল্য: ৫,০০০ টাকা

ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হলো- চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুরের পীরগঞ্জের ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



১৬৯ বার পড়া হয়েছে