মশার উপদ্রবে ভুগতে হয়নি, এমন মানু্ষ খুঁজে পাওয়া দুষ্কর। মশা তাড়াতে ধূপ বা লিকুইডেটর জ্বালানো যায় ঠিকই তবে সেটা যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা মানেন সকলেই। তবে মশা তাড়াতে অবলম্বন করা যায় কিছু ঘরোয়া উপায়ও। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।

১) রসুনের গন্ধ মশারা সহ্য করতে পারে না৷ তাই কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন৷ সেই ফোটানো পানিকে ঠান্ডা করে একটি বোতলে ভরে নিন ৷ ঘরের কোণে, পর্দার পিছনে, ছাদে, বারান্দায় ছড়িয়ে দিন ৷ এমনকি দরকার পড়লে গায়েও মেখে নিতে পারেন৷ মশা দূরে থাকবে।

২) একটি পাত্রে কর্পূর জ্বালিয়ে ঘরে রেখে দিন৷ তবে সেই সময় ঘরের দরজা এবং জানলা বন্ধ রাখতে হবে। ১৫ মিনিট বাদে দরজা–জানলা খুলে দিন। দেখবেন ধোঁয়ার সঙ্গে মশাও বেরিয়ে যাবে।

৩) নিমপাতা রোদে শুকিয়ে নিন। তারপরে ধুনুচিতে শুকনো নিমপাতা নিয়ে জ্বালিয়ে দিন। ঘরের মধ্যে ধুনুচি রেখে দরজা-জানলা বন্ধ করে দিন। কিছুক্ষণ বাদে দরজা-জানলা খুলে দিন। মশা গায়েব।

৪) একটা বাটিতে পানির মধ্যে পুদিনা পাতা রেখে ফুটিয়ে নিন। সেই ধুয়ো ভালে করে ঘরের মধ্যে ছড়িয়ে দিন।পানি ছিটিয়ে দিন ঘরের কোণায়। দেখবেন মশা চলে গিয়েছে।

ফিচার বিজ্ঞাপন

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

৫) ঘরের মধ্যে টবে তুলসি গাছ রাখলে মশা আসে না।

৬) ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে দিন৷ এতে মশা, মাছি ঘরে আসবে না৷

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৬০ বার পড়া হয়েছে