ঈদে বাড়ি এসে কঠোর নিষেধাজ্ঞায় আটকে পড়েছে অসংখ্য মানুষ। তাই তিন চাকার বাহন, মোটরসাইকেল কিংবা নিজস্ব গাড়ি, বিকল্প যেকোনো বাহনে ভেঙে ভেঙে ঢাকায় ফিরতে এখন মরিয়া তারা। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকা-বরিশাল মহাসড়কে তাই এসব যানবাহনের ভিড় বেড়েছে। সুযোগ বুঝে চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকালে বরিশার নগরের নথুল্লাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকাগামী শত শত মানুষ কাঁধেও হাতে ব্যাগ নিয়ে যানবাহনের খোঁজ করছেন। হেঁটে নথুল্লাবাদের পুলিশের তল্লাশিচৌকি পার হয়ে একটু দূরে এগোলেই মিলছে বিকল্প যানবাহন। যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের উপকণ্ঠে কাশিপুর চৌমাথা এলাকা থেকে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, মাহিন্দ্রা ও মোটরসাইকেলযোগে মাওয়া পর্যন্ত যাচ্ছে মানুষ। সেখান থেকে আবার বিভিন্ন মাধ্যমে তারা ঢাকায় প্রবেশ করছে।

কাশিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া আতিকুর রহমান জানান, তিনি পটুয়াখালী থেকে পণ্যবাহী একটি ট্রাকে বরিশালে এসেছেন। এরপর কাশিপুর থেকে সিএনজিযোগে মাওয়া যাবেন। জরুরি কাজের জন্য বাড়তি ভাড়া দিয়ে তাঁকে যেতে হচ্ছে। তিনি বলেন, সিএনজিতে মাওয়া যেতে ৮০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। বিকল্প ব্যবস্থা হিসেবে মোটরসাইকেল রয়েছে, কিন্তু এতে ঝুঁকি বেশি, আবার ভাড়াও দ্বিগুণ।

সিএনজিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিধিনিষেধে সব গাড়িঘোড়া বন্ধ। কিন্তু মোগো তো বউ-বাচ্চা আছে। ঘরে থাকলে খাওন জোডামু কী দিয়া। পুলিশ বিভিন্ন জায়গায় গাড়ি থামায়, হ্যারপরেও পেটের দায়ে রাস্তায় নামি।’

এদিকে বিধিনিষেধের চতুর্থ দিনে বরিশালের নগরীর ভেতরের সড়কগুলোতে লোকজনের চলাচল অনেক বেড়েছে। নগরের প্রধান সড়কগুলোতে অবাধে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। বড় শপিং মলগুলো বন্ধ থাকলেও সড়কের পাশে অস্থায়ী দোকান খুলে বসেছেন বিক্রেতারা। আবার অনেকে দোকান বন্ধ রেখে দোকানের সামনে টেবিল বসিয়ে বেচাকেনা করছেন।

ফিচার বিজ্ঞাপন

বেইজিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪৩,৯০০ টাকা

Kolkata – Gangtok (Sikkim) 5D/4N

মূল্য: ২২,৯০০ টাকা

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত

বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। যাঁরা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না, তাঁদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।

জেলা প্রশাসনের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস বলেন, বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজও বরিশাল নগরীতে জেলা প্রশাসন পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৩৬ বার পড়া হয়েছে