বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট- কেবিন ক্রুসহ পাঁচ হাজারের বেশি কর্মকর্তা- কর্মচারীর চিকিৎসাখরচ প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।করোনা মহামারির সময়ে তাদের মাসিক বেতন থেকে টাকা কর্তনের পাশাপাশি চিকিৎসা বিল বন্ধ থাকায় করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও অন্যান্য অসুস্থতার পরও অনেকেই অর্থাভাবে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন।
তারা জানিয়েছেন, ২০২০ সালের মার্চ মাস থেকে করোনার প্রাদুর্ভাব বাড়ার পর দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত পাইলট কেবিন ক্রুসহ অন্যান্য বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কয়েকজন মারাও গেছেন।
তবে অফিসিয়ালি কতজন করোনায় আক্রান্ত হয়েছেন তা জানা সম্ভব হয়নি। বলাকা ভবন সূত্রে জানা গেছে, সর্বশেষ গত এক সপ্তাহে বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের পাঁচজন কর্মী দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সবাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের অনেককেই হাসপাতালে ভর্তি, নানান পরীক্ষা করাসহ চিকিৎসাবাবদ লাখ লাখ টাকা খরচ করতে হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
Manila 5D/4N
মালয়শিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Maldives (Hulhumale Island) 3D/2N
এখন এই চিকিৎসা বিলের টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের দেয়ার কথা। কিন্তু আদৌ তারা চিকিৎসার টাকা পাবেন কি না তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। বিমান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এখন দাবি জানানো হয়েছে, এই ক্রান্তিকালে বিমানের (এসেনসিয়াল সার্ভিস) কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফ্লাইট চলাচল যেহেতু চালু রয়েছে, তাই কর্তৃপক্ষ যেনো অন্তত তাদের চিকিৎসার খরচের বিলটা দ্রুত চালুর ব্যবস্থা করেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২৩৫ বার পড়া হয়েছে





