করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। বুধবার এমিরেটসের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্তত ১৪ দিনের মধ্যে যেসব যাত্রীরা ওই চারটি দেশে ভ্রমণ করেছেন তারাও এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারবেন না।

এমিরেটস জানায়, সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্স আগামী ৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে যাত্রী পরিবহন বন্ধ রেখেছে।

তাছাড়া, যেসব যাত্রীরা অন্তত ১৪ দিনের মধ্যে ওই চারটি দেশে ভ্রমণ করেছেন তারা সংযুক্ত আরব আমিরাতের কোনো স্থান থেকেও ভ্রমণ করতে পারবেন না।

ফিচার বিজ্ঞাপন

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৩৮ বার পড়া হয়েছে