থাইল্যান্ডে আটকেপড়া বাংলাদেশীসহ ৬৮ জনকে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরত আনা হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ৬৮ জন যাত্রী নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০৮৯) গত শনিবার ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা সবাই নিজ খরচে দেশে ফিরেছেন।

যাত্রীদের মধ্যে বাংলাদেশী ছাড়াও কয়েকজন ভারতীয় ও থাই নাগরিক আছেন। ভারতীয় ও থাই নাগরিক যারা এ ফ্লাইটে ঢাকায় এসেছেন তারা নিজ নিজ দেশের দূতাবাস অথবা বাংলাদেশের কোনো প্রকল্পে কর্মরত। করোনাভাইরাসের কারণে এসব যাত্রী ব্যাংককে আটকা ছিলেন।

ফিচার বিজ্ঞাপন

Kolkata – Gangtok (Sikkim) 5D/4N

মূল্য: ২২,৯০০ টাকা

যাত্রীদের দেশে আসতে সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আবদুল হাইগত বছর করোনা শুরুর পর থেকে ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ পর্যন্ত ১৬টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকেপড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৫০ বার পড়া হয়েছে