আপনি কি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন? তাহলে এইটা মনে রাখুন যে কম টাকায় ব্যবসা করার অনেক উপায় বা আইডিয়া আমাদের কাছে রয়েছে। আজ অনেকেই এই ক্ষুদ্র ব্যবসার ধারণা নিয়ে বা করে নিজের জীবন চলাচ্ছেন। ছোট ব্যবসা বা ক্ষুদ্র বিজনেস আমরা ওই গুলোকে বলি যেসব ব্যবসাতে অনেক কম টাকা বা পুঁজির প্রয়োজন হয়।

কিন্তু, এইটা অবশ্যই মনে রাখবেন যে, কম টাকায় আরম্ভ করা ছোট ব্যবসা সবসময় ছোট বা ক্ষুদ্র নাও থাকতে পারে। আপনার ক্ষুদ্র ব্যবসা একদিন বড়ো ব্যবসা হয়ে উঠতেই পারে।কিন্তু তার জন্য আপনার নিজের কাজের ওপর মন, কাজ করার ইচ্ছা এবং ধৈর্য্য শক্তির প্রয়োজন হবে। তাহলেই, আপনি নিজের ক্ষুদ্র বিজনেস কে বড়ো করে নিতে পারবেন।

নিজের একটি ব্যবসা আরম্ভ করাটা সবারিএকটা স্বপ্ন বা ইচ্ছা। কিন্তু, বেশিরভাগ লোকেরা ব্যবসার স্বপ্নটি পূরণ করতে পারেন না অল্প পুঁজির জন্য। তাই আজ এমন একটি ব্যবসার বিষয়ে বলবো যেটি আপনি অনেক কম পুঁজিতে আরম্ভ করতে পারবেন। আর সেটি হলো-

Ice-cream parlor এর দোকান: আজকাল অল্প পুঁজিতে ব্যবসা করার আইডিয়া অনেক রয়েছে। সেরকম একটা ছোট ব্যবসা হলো ice-cream parlor এর দোকান দেওয়া। হে আপনি ঠিক শুনেছেন। আজকাল মানুষ নিজের কাজ কর্ম এবং পড়া-শোনা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। তাই, লোকেরা ice-cream parlor এর মতো খোলা মেলা জায়গা ভালো বাসেন যেখানে অল্প সময় বসে তারা নিজের মাথা এবং মন তাজা (fresh) করতে পারে।

আপনাকে এমন একটি জায়গা খুঁজতে হবে যেখানে লোকের আসা যাওয়া বেশি। বিশেষ করে, কোনো স্কুল-কলেজ, মার্কেট এরকম জায়গায় একটি ছোট্ট দোকান নিয়ে তাতে ice-cream parlor খুলতে পারেন। মনে রাখবেন তাতে এতটুকু জায়গা হতে হবে যে কয়েকজন লোক এসে বসতে পারেন কোনো restaurant এর মতো।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro 4D/3N

মূল্য: ১৫,৯০০ টাকা

ব্যাস, তারপর নিজের দোকানে ভালো ভালো ice-cream এনে রাখুন এবং নিজের গ্রাহকদের খাওয়ান। যখন লোকেদের আপনার parlor এ এসে বসবে এবং ice-cream খেয়ে ভালো লাগবে তখন তারা বার বার আপনার দোকানে আসবে।

Ice-cream parlor business করতে আপনা কেবল একটি ভালো জায়গায় একটি দোকান নিতে হবে এবং ice-cream রাখার জন্য একটি ফ্রিজ নিতে হবে। এর বাইরে লোকেদের বসার জন্য টেবিল এবং চেয়ার ও রাখতে হবে। এগুলো কিনতে আপনার বেশি টাকা খরচে হবেনা এবংখুব অল্প টাকা টাকা দিয়েই আপনি এই বিজনেসটি শুরু করতে পারবেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৬০ বার পড়া হয়েছে