দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করতে চায় বাংলাদেশ।করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতের এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলছিল দু’দেশের মধ্যে।
তবে ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়লে ফ্লাইট বন্ধ করে বাংলাদেশ। পুনরায় ফ্লাইট চালু করতে ভারতের সিভিল অ্যাভিয়েশনে চিঠি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেলে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বিধিনিষেধ আরোপ করা হয়। সে সময় ভারতসহ বেশ কিছু দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়। তখন চিকিৎসা, শিক্ষা, জরুরি প্রয়োজনে যারা ভারত গিয়েছিলেন, তাদের স্থল পথে ফিরে আসতে হয়।
ফিচার বিজ্ঞাপন
বাংকক-ফুকেট-ক্রাবি ৭দিন ৬ রাত
শ্রীলংকা ভিসা (চাকুরীজীবী)
Thimpu-Paro-Dochala Pass-Punakha 6D/4N
ভারতের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পুনরায় ফ্লাইট চালু সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এয়ার বাবল চুক্তি অনুযায়ী ফ্লাইট পরিচালনার জন্য দু’দেশের শর্তের বিষয়ে আলোচনা করা হয়। দু’দেশের সম্মতি সাপেক্ষে ১১ আগস্ট থেকে এয়ার বাবলের আওতায় পুনারায় ফ্লাইট চালু হতে পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
১৯৪ বার পড়া হয়েছে