ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ক্রমবর্ধমান চাহিদার নিরিখে ভারতে এলো নতুন ইলেকট্রিক স্কুটার। সিম্পেল এনার্জি নামের একটি প্রতিষ্ঠান হাইব্রিড স্কুটার এনেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে নতুন এই স্কুটার এক চার্জে ২৪০ কিলো মিটার পথ পাড়ি দিতে পারবে। স্পোর্টি লুকে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে এই ইলেকট্রিক স্কুটারটি ।
সম্প্রতি সিম্পেল এনার্জি নতুন মডেলের স্কুটার আনার ঘোষণা দিয়েছে। মার্ক ২ মডেলে এটি বাজারে আসবে। এই স্কুটিটি মাত্র ৩.৬ সেকেন্ডের মধ্যে প্রতি ঘন্টা ৫০ কিলোমিটার স্পিড তুলতে সক্ষম।
এতে থাকছে ৪.৮ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি, একবার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটি ২৪০ কিমি রাস্তা পার করতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ রয়েছে ১০০ কিমি প্রতি ঘন্টা।
ফিচার বিজ্ঞাপন
Australia Visa for Businessman
কলম্বো ও ক্যান্ডি ৪দিন ৩ রাত
Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N
ব্যাটারি চার্জিংও হবে অত্যন্ত দ্রুত। সাধারণ সকেটে ৪০ মিনিটে চার্জ হবে বাইকটি। অন্যদিকে চার্জিং স্টেশনে মাত্র ১৭ মিনিটেই ব্যাটারি চার্জ করা যাবে। এছাড়া এই স্কুটিটিতে থাকছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইনস্ট্রুমেন্ট স্ক্রিন এবং ব্লুটুথ কানেকশনের ফিচারও। ভারতে এই বাইকের দাম হবে ১ লাখ রুপি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৪৫ বার পড়া হয়েছে





