সুন্দর একটা পরিবেশ সবাই পছন্দ করে। তবে দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর সময় ও সামর্থ্য সব সময় হয় না। খুব সাধারণ কিছু জিনিস দিয়ে সহজেই আপনার ঘরে আনতে পারেন নতুনত্ব। ঘরকে করে তুলতে পারেন আকর্ষণীয়।
* আপনার বুক সেলফের একটি র্যাকে রাখুন রঙিন কিছু গ্লাস বা বাটি। যেমন আপনার বুক সেলফ যদি মেহগনি রঙের হয় তাহলে সেলফে রাখুন কয়েকটি ব্যতিক্রমী ডিজাইনের সাদা গ্লাস, বাটি বা ফুলদানি। আর সাদা না হলে রাখুন রঙিন পাতা, ফুলদানি, গ্লাস ইত্যাদি।
* মোমদানি মুড়িয়ে নিন রঙিন বা ক্র্যাপড পেপার দিয়ে। গুঁজে দিতে পারেন কোনো পালক, দেখতে কিন্তু চমৎকার লাগবে।
* পুরনো ম্যাগাজিন ফেলে না দিয়ে এর পাতাগুলো গোল করে মুড়িয়ে নিন। একটি রিংকে বেজ করে ঘুরিয়ে ম্যাগাজিনগুলো আঠা দিয়ে লাগান। চমৎকার গারল্যান্ড তৈরি হবে। ঝুলিয়ে দিতে পারেন পছন্দমতো জায়গায়।
* রঙিন ওয়ালপেপারে গ্লাস দিয়ে তৈরি করে ফেলুন চমৎকার শোপিস। সুযোগ থাকলে কিছু প্লাস্টিকের তৈরি ফল রাখুন, ডাইনিং রুমের জন্য চমৎকার ইন্টেরিয়র হবে। ডাইনিং টেবিলের ওপর একটি ফুলদানি রেখে তাতে কিছু শুকনো গম বা ধানের শীষ রাখতে পারেন। ডাইনিং সাজে আসবে নতুনত্ব।
* একটি প্লেটে মোমবাতি রেখে তার চারপাশে যেকোনো সবজির বীজ রাখুন। দেখতে চমৎকার লাগবে। ইচ্ছা হলে এগুলো একটু রঙ দিয়ে রঙিন করে নিতে পারেন।
* অনেকগুলো শলা বা পাটকাঠি রঙ দিয়ে রাঙিয়ে নিন। একটি রঙিন সুতা দিয়ে বেঁধে একপাশে রেখে দিন। চমৎকার দেখাবে।
ফিচার বিজ্ঞাপন
কোরিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবি)
বালি-লম্বক-গিলি আইল্যান্ড ৭দিন ৬ রাত
কোরিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
* দেয়ালের একপাশে ওয়ালপেপার লাগিয়ে নিন। এতেই ঘরের সাজে যোগ হবে নতুন আকর্ষণ।
* ডাইনিং রুমে ছোট ছোট বয়ামে বা লম্বা গ্লাসে বিভিন্ন মসলা রাখুন। দেখতে ভালো লাগবে।
* ডাইনিং, কিচেন বা লিভিং রুমের একটা দেয়ালে কিছু রঙিন ও নকশাদার প্লেট সাজিয়ে রাখুন। এটাও ইন্টেরিয়রে আনবে নতুনত্ব।
* বাসায় ঢোকার পথে রাখতে পারেন সুন্দর একটা ফ্রেমে বাঁধানো আয়না। এটাও বেশ আকর্ষণ নিয়ে আসে।
* ফ্লোরাল বেডকভার, সাইড টেবিল কভার যেকোনো ঋতুতে ঘরে আনবে সতেজ একটি আমেজ। এ ক্ষেত্রে অবশ্য দেয়ালের রঙের সাথে একটা সামঞ্জস্য রাখতে হবে। দেয়ালের রঙ সাদা হলে রঙিন ফুলের বেডকভার চমৎকার ফুটে উঠবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২১৬ বার পড়া হয়েছে