উন্নত সার্ভিস দেওয়ার পাশাপাশি আপনাদের বেশি লাভ দিতেই, নগদ ও HSBC নিয়ে এসেছে অ্যাড মানি সার্ভিসে দারুণ ক্যাশব্যাক অফার। এখন নগদ অ্যাপের মাধ্যমে HSBC ব্যাংকের ডেবিট কার্ড থেকে, আপনার নগদ একাউন্টে সর্বনিম্ন ৫,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক।

অফারের বিস্তারিত

১। নগদ অ্যাপের মাধ্যমে HSBC ব্যাংকের ডেবিট কার্ড থেকে, আপনার নগদ একাউন্টে সর্বনিম্ন ৫,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

২। এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন, যদি নগদ অ্যাপে অ্যাড মানি অপশন ব্যবহার করে HSBC ব্যাংকের ডেবিট কার্ড থেকে সর্বনিম্ন ৫,০০০ টাকা বা তার বেশি আপনার নগদ একাউন্টে আনেন

৩। অফার চলাকালে অফারের সব শর্ত পূরণ করে এই ১০০ টাকা ক্যাশব্যাকটি শুধু একবারই উপভোগ করতে পারবেন

৫। অফারের সব শর্ত পূরণ করলে এই ক্যাশব্যাকটি পরবর্তী কার্যদিবসের মধ্যেই পেয়ে যাবেন

৬। এই অফারটি ১৬ আগস্ট, ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত চলবে

৭। অফারটি উপভোগ করতে হলে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে

৮। এই অফার সম্পর্কিত সব তথ্যের দায়ভার থাকবে HSBC-এর উপর। নগদ শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ

৯। এই অফারের সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করায় অথবা অন্য কোন কারণে ক্যাশব্যাকটি না পেয়ে থাকেন তবে, অফারের সময়সীমা শেষ হওয়ার পর নগদ ক্যাশব্যাকটি দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে। তারপরেও যদি আপনি কোন কারণে ক্যাশব্যাকটি না পান, সেক্ষেত্রে নগদ এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না

১০। নগদ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার অথবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে

ফিচার বিজ্ঞাপন

তুরস্ক ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১৫,০০০ টাকা

Vietnam & Cambodia 9D/8N

মূল্য: 75,900 Taka

১১। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ নিতে পারবে এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১২। নগদ ঘোষণা করে যে,

ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না

খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না

গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন

ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না

ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে

চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২২৯ বার পড়া হয়েছে