এখনও বাংলাদেশের সঙ্গে ভারতের আকাশপথে যোগযোগের চালুর চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করতে বাংলাদেশ প্রস্তাব পাঠালে এখনও সম্মতি জানায়নি ভারত। এদিকে অনুমতি পাওয়ার আগেই ফ্লাইট শিডিউল ঘোষণা করে টিকিট বিক্রি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ঘোষণায় বিপাকে পড়েছেন ট্রাভেল এজেন্সিগুলো, বিভ্রান্তির মধ্যে আছেন যাত্রীরা।
করোনা ভাইরাস মহামারির মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলছিল বাংলাদেশ ভারতের মধ্যে। তবে ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়লে ফ্লাইট বন্ধ করে বাংলাদেশ। পুনরায় ফ্লাইট চালু করতে ৪ আগস্ট ভারতের সিভিল অ্যাভিয়েশনে চিঠি দিয়েছে বাংলাদেশশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
১৭ আগস্ট ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে ২০ আগস্টের মধ্যে ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, আমরা আশা করছি ২০ তারিখের মধ্যে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট চালু হবে।
একদিন পরেই ১৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে ২২ আগস্ট থেকে ফ্লাইট শুরু ঘোষণা দেয়।
বিমানের এই ঘোষণার পর যাত্রীরা বিভিন্ন এজেন্সিতে গিয়ে টিকিট সংগ্রহের জন্য ভিড় করতে থাকেন। যদিও বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোন এয়ারলাইন্স টিকিট বিক্রির ঘোষণা না দেওয়ায় এজেন্সিগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে।
ফিচার বিজ্ঞাপন
Kolkata – Gangtok (Sikkim) 5D/4N
USA Visa (Private Job Holder)
Dubai (City tour- Abu Dhabi- Burj Khalifa) 6D/5N
বিমান ফ্লাইট শিডিউল ঘোষণা করলেও এখনও অনুমতি দেয়নি ভারত। ১৬ আগস্ট বেবিচক আকাশপথে চলাচলের নতুন বিধিনিষেধ জারি করলে সেখানেও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট স্থগিত থাকবে।
সূ্ত্র জানায়, বাংলাদেশ বিমানের মার্কেটিং বিভাগের তথ্যের ভিত্তিতে প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগ।
২২ আগস্ট থেকে ফ্লাইট চালুর সম্ভবনা না থাকায় টিকিট বিক্রি স্থগিত রেখেছে বিমান। অনুমতি ছাড়াই ফ্লাইট শিডিউল ঘোষণায় বিমানকে সর্তক করেছে বেবিচক।
ভবিষ্যৎ এমন ‘ভুল’ আর না হয় সেদিকে লক্ষ্য রাখার আশ্বাস দিয়ে দুঃখ প্রকাশ করেন বিমান কর্মকর্তারা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২২২ বার পড়া হয়েছে





