প্রতিদিন চা-কফি পান করা বাঙালির জীবনযাপনের অংশ হয়ে গেছে। আর চা-কফি পান করতে গিয়ে অসতর্কতায় বা দুর্ঘটনাবসত জামা-কাপড়ে, বিশেষ করে সাদা শার্টে দাগ তো লাগতেই পারে। এতে সাদা শার্টের দফরফা হয়ে গেল কিনা এই ভেবে সঙ্গে সঙ্গে সাবান মাখিয়ে রেখে দেন অনেকে। ঘণ্টাখানেক পর ঘষে ঘষে কাচলেও হলদে-বাদামি রঙের আভাটা রয়েই যায়।

চা-কফি-তরকারি-সস পড়ে দাগ হয়ে গেলে প্রিয় পোশাকটি নিয়ে অনেকে বিচলিত হয়ে পড়েন সবাই। কিন্তু কী করে দাগ তুলতে হয়, তার সঠিক পদ্ধতি জানা থাকলে আর এত বিব্রত হওয়ার কিছু থাকে না। তখন আলমিরাতে তুলে না রেখে মাঝেমাঝেই পরতে পারেন। জেনে নিন কোনো সাদা শার্টে খাবার বা চা-কফি পড়ে গেলে কী করবেন।

ট্যালকাম পাউডার ও গুঁড়া সাবান

প্রথমেই সাবান পানিতে ধুতে যাবেন না। তা হলে তেল বা চা-কফির রঙ কিছুতেই উঠবে না। প্রথমেই জায়গাটায় ট্যালকাম পাউডার ঢেলে দিন। শুকনো অবস্থাতেই একটু ব্রাশ নিয়ে ঘষতে থাকুন। দেখবেন অনেকটাই বাড়তি তেল শুষে নিয়েচে। তারপর একই জায়গায় গুঁড়া সাবান মাখিয়ে রেখে দিন অল্প পানি দিয়ে। আধ ঘণ্টা রেখে তারপর সাবান পানিতে ধুয়ে ফেলুন। দেখবেন ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে।

লেবুর রস

আরেকটি ভালো উপায় লেবুর রস। যেখানে তেল-ঝোল বা চা-কফি পড়েছে, সেখানে লেবুর রস মাখিয়ে রেখে দিন। তারপর সাবান পানিতে কাপড় কেচে কড়া রোদে শুকিয়ে নেবেন।

হাইড্রোজেন পার-অক্সাইড

যদি চা বা কফির অনেক পুরনো রঙ হয়, তা হলে হাইড্রোজেন পার-অক্সাইড সামান্য মাখিয়ে একটি ব্রাশ দিয়ে ঘষে কিছুক্ষণ রেখে আধ ঘণ্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

টুথপেষ্ট

ফিচার বিজ্ঞাপন

Maldives (Hulhumale & Fun Island) 3D/2N

মূল্য: ২৮,৯০০ টাকা

Kathmandu-Pokhara 5D/4N

মূল্য: ১৪,৯০০ টাকা

কাপড়ে লাগা চা, কফির দাগ দূর করার ক্ষেত্রে টুথপেষ্ট খুবই কার্যকর। চায়ের দাগের ওপর সামান্য পরিমাণে টুথপেষ্ট লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। কিছুক্ষণের মধ্যেই ওই দাগ উঠে যাবে।

ডিমের সাদা অংশ

কাপড়ে লাগা চা, কফির দাগ ওঠাতে ডিমের সাদা অংশও কাজে লাগাতে পারেন। আধা সেদ্ধ ডিমের সাদা অংশ ফেটে নিয়ে সেটি দাগের ওপর লাগিয়ে আলতো করে ঘষুন। দুই মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গেছে।

বেকিং সোডা

জামা-কাপড়ে লাগা চা, কফির দাগের ওপর ১ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ঘষুন। এবার কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গেছে।

ভিনেগার

জামা-কাপড়ে লাগা চা, কফির দাগ দূর করার আরেকটি কার্যকরী পদ্ধতি হলো ভিনেগারের ব্যবহার। কয়েক কাপ পানিতে ১ চামচ ভিনেগার মিশিয়ে দাগের জায়গায় স্প্রে করে বা ছিটিয়ে হালকা করে ঘষুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই দাগ উঠে গেছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



১৫০ বার পড়া হয়েছে