করোনাকালে দেশের মানুষকে ভালো রাখার সব চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। দেশকে ভালো রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।’
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এই শোকসভা হয়। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান। সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ফিচার বিজ্ঞাপন
Australia Visa for Lawyer
বালি-লম্বক-গিলি আইল্যান্ড ৭দিন ৬ রাত
Australia Visa for Businessman
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহসভাপতি এ বি এম হেলাল উদ্দিন ও আবদুল মজিদ, পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান, সুলতানুল আজম খান ও কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি প্রমুখ।
সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্ট এবং ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির জনককে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছিল। দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। হেফাজতে ইসলামের মাধ্যমে সরকার হটানোর চেষ্টা হয়েছিল। বিএনপি, জামায়াত, হেফাজতের লোকজন যাতে আওয়ামী লীগে ঢুকে ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২২৫ বার পড়া হয়েছে





