কীসের ব্যবসা করবেন বুঝতে পারছেন না ? তাহলে আপনার জন্য রয়েছে দারুন একটি আইডিয়া ৷ এরকম একটি ব্যবসা রয়েছে যার চাহিদা বাজারে কখনও কমবে না এবং এই ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ৷ বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে চাইলে শুরু করে দিন আলুর চাষ (Potato Farming) ৷ সবজির রাজা বলা হয় আলুকে ৷ ১২ মাস অর্থাৎ গোটা বছরই বাজারে আলুর চাহিদা থাকে ৷ ফলে এই ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীন ৷ আলুর চাষ করে প্রচুর কৃষকরা লক্ষ লক্ষ টাকা আয় করছেন ৷

আলু যে কোনও মাটি বা জমিতে চাষ করা যায় ৷ তবে দো-আঁশ মাটিতে আলু চাষ সবচেয়ে ভাল হয় ৷ পাশাপাশি খেয়াল রাখতে এভাবে আলু চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টিপাত হলে জল জমে না। বিশ্বস্ত কোনও প্রতিষ্ঠান থেকে আলুবীজ সংগ্রহ করতে হয়। বীজ আলু যদি খারাপ হয় তাহলে আলু চাষের সব আয়োজনই বিফলে চলে যাবে। সময় সময়ে কীটনাশক, সার প্রয়োগ করা জরুরি ৷ এক বিগে জমিতে ৫-৬ ক্যুইন্টাল বীজের দরকার হবে। বীজগুলির মধ্যে ২০ থেকে ২৫ সেন্টিমিটারের দূরত্ব বজায় রাখতে হবে ৷ এর থেকে কম দূরত্ব হলে আলুর সাইজ ছোট হবে ৷ আলু চাষে সেচ খুবই গুরুত্বপূর্ণ।

বীজ রোপণের আগে ইউরিয়া এবং টিএসপি প্রয়োগ করতে হবে। বীজ রোপণের আগের দিন পটাশ ও গোবর সার এক সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে।

আপনি চাইলে ফসল মান্ডিতে বিক্রি করতে পারেন ৷ কিন্তু এজেন্টেদের চক্করে সঠিক দাম নাও পেতে পারেন ৷ এর বদলে এরকম ম্যানুফ্যাকচার্সদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা আলুর প্রোডাক্ট বানায় ৷ সরকারি বিভাগ ও ওয়েবসাইট ছাড়া আপনি ইন্টারনেটে বেশ কিছু বেসরকারি সংস্থা সম্বন্ধে জানতে পারবেন ৷ এছাড়া দেশের বড় ম্যানুফ্যাকচার্সদের potatopro.com এ পেয়ে যাবেন ৷ এরকম সংস্থার সঙ্গে সরাসরি যোগযোগ করে মোটা টাকা আয় করতে পারবেন ৷

ফিচার বিজ্ঞাপন

বেইজিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪৩,৯০০ টাকা

USA Visa (Private Job Holder)

মূল্য: 5,000 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২২৫ বার পড়া হয়েছে