ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা ১৮ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তাঁর অধীনে ও মাধ্যমে এমফিল গবেষণার আবেদন করতে হবে।

ঢাবির ওয়েবসাইট থেকে (https://du.ac.bd) ১৯ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম ডাউনলোড করা যাবে। ভর্তি ফরমের ফি বাবদ জনতা ব্যাংকের টিএসসি শাখায় ৫০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ ইনস্টিটিউটের পরিচালকের অফিসে ২১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

ফিচার বিজ্ঞাপন

US Visa for Retired Person

মূল্য: 5,000 Taka

আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদের মূল কপি, সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/ বিভাগের চেয়ারম্যান/ ইনস্টিটিউটের পরিচালককে দিয়ে সত্যায়িত করে ও গবেষণার একটি সারসংক্ষেপ জমা দিতে হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৬৫ বার পড়া হয়েছে