গাড়িতে উঠলে বা দীর্ঘক্ষণ যানে ভ্রমণ করলে অনেকের বমি বমি ভাব আসে। অনেকে তো কিছুক্ষণ বিরতির পরপর বমিও করে দেন। এর সঙ্গে শুরু হয় মাথা ঘোরা। ভ্রমণের আনন্দ মাটি হয়ে যায় অনেকের। কিন্তু কেন হয় এ সমস্যা?
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত বাসে বা প্রাইভেটকারে উঠলে ‘মোশন সিকনেস’ হয়। এ ছাড়া এসিডিটির সমস্যা থাকলে হতে পারে বমি, বাজে গন্ধ থেকেও বমি হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তির উপায়–
১. সব সময় জানালার পাশের সিটে বসার চেষ্টা করুন। বাইরের বাতাস ভেতরে আসতে দিন।
২. যেদিকে গাড়ি চলছে, সেদিকে পেছন করে বসবেন না।
৩. যেদিন ঘুরতে যাবেন, তার আগের দিন রাতে ভালোভাবে ঘুমিয়ে নেবেন।
৪. চলন্ত গাড়িতে বই ও ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
৫. আদা খাবার হজমে সহায়তা করে। তাই গাড়িতে ওঠার আগে মুখে ছোট এক টুকরো আদা পুরে নিন।
ফিচার বিজ্ঞাপন
কষ্টার্জিত অর্থে সেরা প্রজেক্টে নির্ভেজাল প্লট কিনুন ।
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
Moscow, Novosibirsk ,Irkutsk & St.Petersburg 9D/8N
৬. টকজাতীয় ফল বেশি করে খেলে বমির ভাব দূর হয়ে যায়। এ ছাড়া লেবুপাতার গন্ধ বমির ভাব দূর করে।
৭. এসিডিটির সমস্যা থাকলে পুদিনা পাতা খেতে পারেন।
৮. বমি বমি ভাব লাগলে এক টুকরো লবঙ্গ মুখে পুরে রাখুন।
৯. বমি হলে দারুচিনি খেতে পারেন।
১০. চুইংগাম খেলে মুখ ও মন ব্যস্ত থাকে। তাই বমি ভাব কম আসে।
১১. গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)১৮৬ বার পড়া হয়েছে