সম্প্রতি ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা তাদের হেড কোয়ার্টার ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলন মাস্ক অস্টিনে অনুষ্ঠিত বৈদ্যুতিক গাড়ির শেয়ারহোল্ডারদের বার্ষিক সভায় এ ঘোষণা দেন।

অবশ্য বেশ আগে থেকেই তিনি এ বিষয়ে প্রস্তুতি সেরেছেন। যার অংশ হিসাবে গত বছরের শেষের দিকে মাস্ক তার বাসা পরিবর্তন করেন। চলে আসেন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে। যাতে টেসলার নতুন গাড়ি উৎপাদন কারখানায় অধিকাংশ সময় মনোনিবেশ করতে পারেন। উল্লেখ্য, টেক্সাসের দক্ষিণ প্রান্তে তার স্পেসএক্স রকেট কোম্পানির একটি উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। মাস্কের এ পদক্ষেপের নেপথ্যে বেশ কিছু কারণ সামনে এসেছে।

সাধারণত ক্যালিফোর্নিয়ার মতো উপসাগরীয় অঞ্চলগুলোতে একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করতে হয়। যে কারণে সেখানকার ফ্রেমন্টে অবস্থিত কারখানাটি ছিল আয়তনের দিক দিয়ে একেবারেই সংকীর্ণ। এর বিপরীতে অস্টিনের কারখানাটির দূরত্ব বিমানবন্দর থেকে পাঁচ মিনিটের মতো এবং শহরের কেন্দ্রস্থল থেকে এটি মাত্র ১৫ মিনিট। তা ছাড়া ক্যালিফোর্নিয়া হলো এমন জায়গা যেখানে কর্মীদের জন্য কম খরচের আবাসন ব্যবস্থা তৈরি করা বেশ কঠিন। তবে এসব বাদেও যে বিষয়টিকে প্রধান কারণ হিসাবে বিবেচনা করা হচ্ছে, সেটি হলো মাস্ক ও ক্যালিফোর্নিয়ার প্রভাবশালীদের মধ্যে চলা বৈরী সম্পর্ক তথা দ্বন্দ্ব।

ফিচার বিজ্ঞাপন

Dubai (City Tour) 4D/3N

মূল্য: 12,900 Taka

US Visa for Retired Person

মূল্য: 5,000 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৯২ বার পড়া হয়েছে