বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে নতুন সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেছেন।
নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলামকে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা হস্তান্তর করেন। সিনিয়র সিটিজেন অমলচন্দ্র নট্টকে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা হস্তান্তর করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জান্নাতুল ফেরদৌসকে এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা ভারতীয় হাইকমিশনার ও বেগম শরিফাকে (চিকিৎসা করতে বেঙ্গালুরু যাচ্ছেন) ছয় মাস মেয়াদি ট্রিপল এন্ট্রি মেডিকেল ভিসা হস্তান্তর করেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা)। অনুষ্ঠানে জানানো হয়, মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রসমূহ আজ রবিবার থেকে যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দুটি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) আগামী ৩১ আগস্টের মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তর হবে। এর পর থেকে ঢাকায় এটিই হবে পূর্বনির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সব শ্রেণির ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Hulhumale Island) 3D/2N
বালি ৫দিন ৪ রাত
USA Visa (Lawyer)
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৯৫২ বার পড়া হয়েছে





