বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি)। মঙ্গলবার দিবসটি উপলক্ষে এএফএমসি-তে একটি সেমিনার আয়োজন করা হয়। দিনটি শুরু হয় একটি বর্ণাঢ্য র‌্যালী আয়োজনের মাধ্যমে। র‌্যালীটি এএফএমসি এর সামনে থেকে পুরো চত্বর ঘুরে আসে। র‌্যালী শেষে সেমিনার এর আয়োজন করা হয়।

সেমিনারে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক, প্রশিক্ষক ক্যাপ্টেন মুশফিকা হক মুমু এবং সহকারী রেজিস্টার ডা. কাজী অদ্রি আরাফাত রহমান।

সেমিনারে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন মেজর জেনারেল মোঃ মুস্তাফিজুর রহমান, কমান্ড্যান্ট, এএফএমসি, প্রফেসর মোঃ আলী হোসেন, সভাপতি, বাংলাদেশ লাংগ ফাউন্ডেশন, মেজর জেনারেল মোঃ আজিজুল ইসলাম,কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল, বাংলাদেশ আর্মড ফোর্সেস এবং মাদক বিরোধী সংগঠন ‘মানস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর অরুপ রতন চৌধুরী।

এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো, ‘তামাকে হয় ফুসফুস ক্ষয়: সুস্বাস্থ্য কাম্য তামাক নয় ‘। ফুসফুসে ক্যান্সার, ব্রঙ্কাইটিস, এ্যাজমা, যক্ষ্মা, নিউমোনিয়া সহ বিভিন্ন ফুসফুস-জনিত যে সকল ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে মূলত সেগুলোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা ছিল এই বছরের লক্ষ্য।

ফিচার বিজ্ঞাপন

জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত

মূল্য: ৩৩,০০০ টাকা

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka

উল্লেখ্য, এক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে এবং বছরে এক লক্ষ ২৬ হাজার মানুষ তামাক ব্যবহার জনিত কারণে মৃত্যুবরণ করে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৯৪৫ বার পড়া হয়েছে