দশ বছর ধরে ভারতে Dzire কম্প্যাক্ট সিডান বিক্রি কছে Maruti Suzuki। ইতিমধ্যেই গোটা দেশে 19 লক্ষ Dzire বিক্রি হয়েছে। 2018-19 আর্থিক বছরে মোট 2.5 লক্ষ Dzire বিক্রি করেছে Maruti Suzuki। অর্থাৎ প্রতি মাসে বিক্রি হয়েছে 21,000 গাড়ি। যা ভারতে বিক্রি হওয়া মোট কম্প্যাক্ট সেডান গাড়ির 55 শতাংশ। এই সেগমেন্টে দুই নম্বরে রয়েছে Honda Amaze।
প্রতি মাসে 21,000 টা Dzire বিক্রি হয়েছে
Maruti Suzuki এক্সিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, “ভারতে Maruti Suzuki -র বিশাল সাফল্যের পিছনে Dzire ব্র্যান্ডের বড় অবদান রয়েছে। এই গাড়ির হাত ধরে ভারতে নতুন কম্প্যাক্ট সেডান সেগমেন্ট তৈরী করেছি আমরা। আর প্রথম থেকেই এই সেগমেন্টে এক নম্বরে রয়েছে Dzire।
ফিচার বিজ্ঞাপন
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
ইস্তানবুল, কাপাডোসিয়া ও কুসাডাসি ৭দিন ৬রাত
জাপান ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
ইতিমধ্যেই ভারতে AMT ভেরিয়েন্টের Dzire গাড়ি দারুন সাফল্য পেয়েছে। ভারতে বিক্রি হওয়া মোট Dzire এর 13 শতাংশ AMT ভেরিয়েন্ট। 1.2 লিটার পেট্রল ও 1.3 লিটার ডিজেল ভার্সানে পাওয়া যায় Maruti Suzuki Dzire। এর সাথেই রয়েছে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন। 1.2 লিটার পেট্রল ইঞ্জিনে সর্বোচ্চ 82 bhp শক্তি আর 113 Nm টর্ক পাওয়া যায়। অন্যদিকে 1.3 লিটার ডিজেল ইঞ্জিনে থাকছে সর্বোচ্চ 74 bhp শক্তি আর 190 Nm টর্ক। পেট্রল ভেরিয়েন্টে 22 কিমি প্রতি লিটার আর ডিজেল ভেরিয়েন্টে 28 কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
১,০২৯ বার পড়া হয়েছে





